পীরগঞ্জ (ঠাকুরগাঁও)::পীরগঞ্জ উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন অফিসের আওতায় কৃষকের চাষাবাদ সুবিধার্থে ডিপটিউবওয়েলের অপারেটর পদে লোক নিয়োগের মাধ্যমে সেচ কাজের কার্যক্রম ব্যবস্থাকরণ করা হয়। কিন্তু অপারেটর পদে প্রত্যক ডিপটিউবওয়েলের লোক নিয়োগে নিয়োজিত ব্যক্তির নিকট জামানত বাবদ ৭ হাজার ৫শত টাকা নেওয়া হলেও নিয়োজিত ব্যক্তির কাছে মোটা অংকের ঘুষ বার্ণ্যেিজর মাধ্যমে দেদারসে কার্যক্রম চালিয়ে আসার অভিযোগ পাওয়া গেছে। গত ১২/০৪/২০১৮ তারিখের অভিযোগ পত্রে জানা যায়, উপজেলার চন্ডিপুর গ্রামের জিয়াউল ইসলাম গত ০২/১০/১৭ইং তারিখে তার এলাকার বি-২৫ ডিপের অপারেটর নিয়োগের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন অফিসের নিয়ম অনুযায়ী ৭৫০০/- টাকা এফডিআর হিসাবে জমা করেন। ঐ ডিপের মেরামতের জন্য আরো কয়েক হাজার টাকা খরচ করেন। এর পরেও তার অপারেটর পদে কাজ পত্র না পাওয়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন অফিসের ম্যাকানিক মোখলেসুর রহমান ও সহকারী প্রকৌশলী এস ও খায়রুল ইসলামকে চার হাজার টাকা ঘুষ বাবদ দেন। এতেও তার কোন কাজ হয়নি বরং দিনের পর দিন মাসের পর মাস ঐ অফিসে তাদের নিকট ঘুর ঘুর করতে থাকে। এক পর্যায়ে তাদের হয়রানি ও হুমকি ধুমকি খেয়ে অসহায় হয়ে পরে। অবশেষে উক্ত তারিখে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অপারেটর নিয়োগ দেওয়ার নামে ঘুষ বাণ্যিজের অভিযোগ ও সুবিচার প্রার্থনা করিয়ে অভিযোগ করেন। অভিযোগ পত্রে সচিব কৃষি মন্ত্রণালয়, জেলা প্রশাসক, জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও-৩ সহ বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান করেছেন। সরেজমিনে এ প্রতিবেদক ঐ এলাকার ডিপটিউবওয়েলের আওয়াতাধীন কিছু কৃষকদের মতামত চাওয়া হলে তিনারা নাম প্রকাশে অনিচ্ছুক ভাবে জানায় বরেন্দ্র অফিসের ব্যাপক হয়রানি ও অনিয়ম করেই চলছে। এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন অফিসের দায়িত্বরত অনিয়ম-দূর্নীতিবাজ প্রকৌশলী এস ও খায়রুল ইসলাম এর নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন অভিযোগের কথা শুনেছি, বিষয় গুলো কিছুটা সত্যতা রয়েছে বলে স্বীকার করেন। যেহেতু উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ হয়েছে সেটার কি ব্যবস্থা নেয় আমি জানিনা। তিনি বলেন অন্যান্য ডিপটিউবওয়েলের অপারেটর নিয়োগ ও কাজের জন্য ঘুষ বাণ্যিজের কথা অস্বীকার করেন। তাছাড়া কাজ করলে নিয়ম অনিয়মে কিছুটা হয়ে থাকে। ঐ অফিসের দূর্নীতিবাজ ম্যাকানিক মোখলেসুর রহমান এর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ছুটিতে রয়েছেন বলে জানা যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্’র নিকট সাক্ষাতে জানার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন ডিপটিউবওয়েলে অপারেটর নিয়োগে ঘুষ বাণ্যিজের অভিযোগ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১১:০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮
- ৯১০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ