আজম রেহমান,সারাদিন ডেস্ক ::জেলার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন ১৮ এপ্রিল দিনব্যাপি সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে ৪ জনকে রাত ১০টায় নির্বাচিত ঘোষনা করা হয়। নির্বাচিতরা হলেন মো. সবুর আলম-প্রভাষক রানীশংকৈল ডিগ্রী কলেজ-ব্যালট নং ০৫, প্রাপ্ত ভোট ৯৮৭, মো. শাহ আলম-প্রভাষক রানীশংকৈল ডিগ্রী কলেজ-ব্যলট ০৪, প্রাপ্ত ভোট-৮৮২, মো. সলেমান আলী-সাবেক কমিশনার ও প্রধান শিক্ষক,ব্যালট নং ০৭, প্রাপ্ত ভোট-৮২৪, ও দৈ. যুগান্তর প্রতিনিধি বুলবুল আহম্মেদ-ব্যালট ০৩,প্রাপ্ত ভোট-৬৪১। তাদের নিকটতম প্রতিদ্বন্দিরা যথাক্রমে ৫ম মো. সেলিম-ব্যালট-৮, ৬৩৭ ভোট, ৬ষ্ঠ জয়নাল আবেদীন বাবুল,ব্যালট-২ প্রাপ্ত ভোট ৫৮০, ৭ম মো. ইকরামুল হক-ব্যালট-১, ক্রীড়া শিক্ষক প্রাপ্ত ভোট ৫২৫, ৮ম সোলায়মান আলী-ব্যালট-৯,প্রাপ্ত ভোট ৪১৬ ও ৯ম মো.সাজেদুর রহমান সাজু-ব্যালট-০৬ পেয়েছেন ৩১৬ ভোট। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পরিচালিত ভোট গ্রহন কালে মোট ২৫৮৮ ভোটারের মধ্যে ১৬৭৩ ভোট কাষ্ট হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(চ.দা.) এসএম সাইদ হাসান। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মফিজুল হক সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন কেেরছেন। নির্বাচন চলাকালে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. ইয়াসিন আলী ভোটকেন্দ্র পরিদর্শন করে সার্বিক বিষয়ে সন্তোশ প্রকাশ করেন।
সংবাদ শিরোনাম
সবুর,শাহআলম,সলেমান ও বুলবুল বিজয়ী পীরগঞ্জ পাইলট হাই স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১০:৫৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮
- ১২০৬ বার
Tag :