মনসুর আহাম্মেদ::ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে গত মঙ্গলবার বিকেলে, পীরগঞ্জে পূর্বচৌরাস্তা বাংলাদেশ কংগ্রেস দলের শাখা অফিস উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় দলটির কেন্দীয় সাংগঠনিক সম্পাদক বাপ্পি সরদার কেন্দীয় নেতাদের, নাম স্বরন করে বলেন, আমার দলের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন, ভাইস চেয়ারম্যান এ্যাড. মোঃ শফিকুল ইসলাম, মহাসচিব এ্যাড. মোঃ ইয়ারুল ইসলাম, সহ মৌখিক ভাবে তাদের পরিচয় তুলে ধরেন, তবে তিনি বলেন, সব দল দেখা শেষ, এইবার এলো কংগ্রেস। কংগ্রেস – এর মূলনীতি , সুস্হ ধারার রাজনীতি, প্রতিটি জেলায় ও উপজেলায় দলটির লিখিত ভাবে ফরম পূরণ করন সহ,নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন নেওয়ার জন্য আমরা কাজ করছি, সেই সাথে বাংলাদেশ কংগ্রেস এর সাত দফা দাবির কথা বলেন,বাংলাদেশ কংগ্রেস এর সাত দফা ১/ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করা ২/ বিচার বিভাগকে সম্পূর্ণভাবে স্বাধীন রাখা ৩/ ইউনিয়ন পর্যায় থেকে প্রশাসনিক স্তর বিন্যাস ও সার্বিক বিকেন্দ্রীকরণ ৪/ কৃষি ও শিল্প বিকাশের মাধ্যমে অর্থনৈতিক সসমৃদ্ধি অর্জন এবং ক্রমবর্ধমান বেকারত্ব দুরীকরণ ৫/ সবার জন্য বিদ্যুৎ, জ্বালানী, উন্নত যোগাযোগ ও তথৎ -প্রযুক্তি সেবা নিশ্চিত করা ৬/ ইউনিয়ন পর্যায়ে জাতীয়মানের আধুনিক শিক্ষা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা ৭/ জনপ্রতিনিধিদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণে জবাবদিহি কমিশন গঠন, সহ মুক্তিযোদ্ধা চেতনা > দেশপ্রেম > সততা > মানবতা > পরমতসহিষ্ণুতা > গনতন্ত্র > ধর্মীয় স্বাধীনতা সম্ভাবনার দেশ এগিয়ে নেবে বলে বাংলাদেশ কংগ্রেস আশাবাদী, দলটির প্রতিষ্ঠাকাল ৪ মার্চ ২০১৩ সাল,এই সময় উপস্হিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার আহবায়ক আরিফ হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলার আহবায়ক রাজিউর রহমান জিহাদ, পীরগঞ্জ উপজেলার আহবায়ক মনসুর আহাম্মেদ , একরামুল হক,মাজেদুর রহমান, মাহাফুজ রহমান সুমন, আবদুর রাজ্জাক,সাংবাদিক আমিনুর রহমান হৃিদয়, সাংবাদিক বাদল , প্রমুখ।
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে বাংলাদেশ কংগ্রেস দলের অফিস উদবদ্ধোন ও আলোচনা সভা অনুষ্ঠিত
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১১:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
- ১২১২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ