ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-পাগলুর মুখোমুখি সংঘর্ষে সাগর(২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরমান (১৮) নামে আরও এক যুবক।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় রাণীশংকৈল ফায়ার ষ্টেশন অফিসের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান। নিহত সাগর ওই উপজেলার ভান্ডারা গ্রামের শাহাজাহান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, আরমানের মোটরসাইকেলের পিছনে উঠে নেকমরদ যাচ্ছিল সাগর। নেকমরদ থেকে রাণীশংকৈলের মুখে আসা একটি পাগলুর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় সাগর। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে সেখানকার ডাক্তার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। প্রচুর রক্তক্ষরণের ফলে হাসপাতাল নেয়ার পর চিকিৎসাধীন অবস্থা সন্ধ্যা সাড়ে ৭টার তার সাগর মারা যায়।
রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পাগলুটিকে আটক করা সম্ভব হয়নি।