ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে বন্ধুর ছরিকাঘাতে বন্ধু খুন,ঘাতক গ্রেপ্তার বিজিবি-বিএসএফ বৈঠকে সীমান্তে হত্যার কড়া প্রতিবাদ কান্তিভিটা সীমান্তে স্কুলছাত্রের লাশ ফেরত দিয়েছে বিএসএফ ঠাকুরগাঁওয়ে সাবেক দুই এমপিসহ ৪৮ জনের বিরুদ্ধে শিল্পপতির চাঁদাবাজী মামলা ‘সেভ পীরগঞ্জ’ গ্রুপের সামাজিক কার্যক্রম অব্যাহত সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতে যাওয়ার সময় দানাজপুর সীমান্তে ৩ টি মোটর সাইকেল সহ ৪ যুবক আটক ঠাকুরগাঁওয়ে মাষ্টারপাড়া জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন মানবজমিনের রেজাউল পীরগঞ্জে শতবর্ষী পাইলট উচ্চ বিদ্যালয়ে দুর্নিতীর হোতাদের বিচারের দাবীতে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ মুসলিমদের উপর যে তান্ডব চলেছে, হিন্দুদের উপর তার ছিটেফোটাও হয়নি- হিন্দু বৌদ্ধ কৃষ্টান কল্রান ফান্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো ঢাকা মেডিকেলে

ফণী: বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভূমিকা ছিল কি?

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের দেওয়া আগাম তথ্যের কারণে সরকার ও দলীয়ভাবে ঘূর্ণিঝড় মোকাবিলার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হয়েছে। যার ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। শনিবার ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন হানিফ।

বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয় গত বছরের ১২ মে। সেটি মূলত কমিউনিকেশন স্যাটেলাইট বা যোগাযোগ উপগ্রহ।

হানিফ বলেন, ‘গত কয়েকদিন ধরে সারাদেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল। ইতিমধ্যেই ২০০ কিলোমিটার বেগে ভারতের উড়িষ্যা প্রদেশে আঘাত হানে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ (শনিবার) ভোর থেকেই বাংলাদেশের কিছু কিছু এলাকায় ফণী আঘাত হানে। তবে দুর্বল হয়ে ধীরে ধীরে বাংলাদেশের সীমানা অতিক্রম করার পথে।…’

এরপর একটা পর্যায়ে তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা মহাশূন্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে এই যে আমাদের ঘূর্ণিঝড়ের, গভীর সমুদ্রে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে প্রায় ২০০০ কিলোমিটার দূরে সেইটার শুরু থেকেই আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তর খবর সংগ্রহ করতে সক্ষম হয়েছিল।’

‘আজকে এই স্যাটেলাইটের কারণেই কিন্তু আমরা আগাম সতর্কতার তথ্য পেয়েছিলাম বিধায় আমাদের সরকারের পক্ষ থেকে দলীয়ভাবে আমরা এই ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছিলাম।’

মহাশূন্যে স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে সর্বাত্মক প্রস্তুতিতে গ্রহণ এবং সবরকম ক্ষয়ক্ষতি এড়ানো সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

হানিফের এই বক্তব্য নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর বঙ্গবন্ধু স্যাটেলাইট ‘পর্যবেক্ষণ স্যাটেলাইট’ না হওয়ায় আবহাওয়ার পূর্বাভাসে এর আদৌ কোনো ভূমিকা ছিল কি না এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন কেউ কেউ।

আবহাওয়ার পূর্বাভাস প্রদানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভূমিকা কতটা ?

আবহাওয়া বিভাগের পরিচালক শামসুদ্দিন আহমেদ-এর কাছে এই বিষয়ে জানতে চাইলে বিবিসি বাংলাকে তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট একটি যোগাযোগ স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট কখন ব্যবহৃত হয় যখন আমরা যে পূর্বাভাস প্রস্তুত হয়ে গেল, যখন ঘূর্ণিঝড় আসে তখন বিদ্যুৎ চলে যায়, তখন স্বাভাবিক যোগাযোগ থাকেনা। সেইসময় আমাদের প্রস্তুতকৃত পূর্বাভাসটি রিমোট আইল্যান্ড বা প্রত্যন্ত জায়গায় পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়। হয়তো সেসময় বিদ্যুৎ থাকবে না, স্বাভাবিক রেডিও যোগাযোগ থাকবে না তখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে তথ্য পৌঁছানোর কাজ করা হবে। এটা আমাদের পরিকল্পনায় রয়েছে।’

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে মেঘ পর্যবেক্ষণের যোগাযোগ হয় না, এটা দিয়ে ব্রডকাস্টিং হয়। একসময় এটি কাজে লাগবে কারণ যখন যোগাযোগ ভেঙে পড়বে তখন এটি ছাড়া কোনো কাজ করা যাবে না।’

যে পদ্ধতিতে এই প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা তৈরি করা হয়েছে সে প্রসঙ্গে শামসুদ্দিন বলেন, ‘সারা বাংলাদেশে আমাদের পর্যবেক্ষণ নেটওয়ার্কের মাধ্যমে তথ্য নিয়েছি আমরা।’ তিনি বলেন, ‘সারাদেশে ৪৭টি আবহাওয়া পর্যবেক্ষণাগার আছে। প্রতি তিন ঘণ্টা অন্তর অন্তর বাতাসের বেগ তাপমাত্রা রেকর্ড করা হয়, মেঘের গতি ও তাপমাত্রা রেকর্ড করা হয় রাতদিন। সেগুলোর তথ্য তাদের হাতে ছিল। সেসব তথ্য বিশ্লেষণ করা হয় এবং তার থেকে পূর্বাভাস প্রস্তুত করা হয়।’

‘গতবছর এর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সংযোজন করা হয় যাকে অপারেশনাল নিওমেরিকেল ওয়েদার প্রেডিকশন বলা হয়। সেই প্রেডিকশনে আবার স্যাটেলাইটে যে পর্যবেক্ষণগুলো হয় সেগুলো থাকে। স্যাটেলাইট বলতে ইউরোপিয়ান মেটিরোলজিক্যাল যে স্যাটেলাইট সিস্টেম আছে তাদের পর্যবেক্ষণগুলো এর মাধ্যমে প্রসেস করেছি।’

শামসুদ্দিন আহমেদ বলেন, ‘ভারতীয় আবহাওয়া অধিদপ্তর সক্ষমতার চেয়েও অনেক ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশের বেশি। এমনকি শ্রীলঙ্কা মালদ্বীপ মিয়ানমারের চেয়ে সক্ষমতা বেশি।’

এখন পর্যন্ত যেসব স্যাটেলাইট থেকে তথ্য নেয়া হয় সে প্রসঙ্গে তিনি বলেন, জাপান আবহাওয়া অধিদপ্তরে সাথে সু-সম্পর্কের ভিত্তিতে সেখানকার স্যাটেলাইটের ম্যাধমে ঘূর্ণিঝড়ের তথ্য পেয়ে থাকে বাংলাদেশের আবহাওয়া বিভাগ। এছাড়া ইউরোপীয় আবহাওয়া বিভাগ থেকে তথ্য নেয়া হয়।

ঘূর্ণিঝড় ফণীর পূর্বাভাস বিষয়ে ভারতের সাথে তথ্যগত দিকে কিছু পার্থক্য লক্ষ্য করা গেছে। এই প্রসঙ্গে শামসুদ্দিন বলেন, ঘূর্ণিঝড়টির তীব্রতার দিক থেকে আমাদের এবং ভারতের তথ্যের কোনো ভিন্নতা ছিল না। তবে তারা প্রথমে বলেছিল এটি তামিলনাড়ুর দিক দিয়ে চেন্নাই উপকূল অতিক্রম করবে, সেটা তারা পরে আবার পরিবর্তন করে বলেছে যে, এটা এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন এবং চেন্নাই অতিক্রম করবে অন্ধ্র উপকূল।

তিনি আরও যোগ করেন, ‘এরও পরে তারা বলল, এটি উড়িষ্যা উপকূল অতিক্রম করবে। তিনবার তারা তথ্য পরিবর্তন করে। এর মানে হচ্ছে, আবহাওয়াগত বিষয় নিয়মিত পরিবর্তিত হওয়া স্বাভাবিক, এটা কারও ভুল নয়। সুতরাং তীব্রতার দিক দিয়ে তাদের সাথে আমাদের মিল ছিল।’ –বিবিসি বাংলা

 

 

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে বন্ধুর ছরিকাঘাতে বন্ধু খুন,ঘাতক গ্রেপ্তার

ফণী: বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভূমিকা ছিল কি?

আপডেট টাইম ০৩:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের দেওয়া আগাম তথ্যের কারণে সরকার ও দলীয়ভাবে ঘূর্ণিঝড় মোকাবিলার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হয়েছে। যার ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। শনিবার ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন হানিফ।

বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয় গত বছরের ১২ মে। সেটি মূলত কমিউনিকেশন স্যাটেলাইট বা যোগাযোগ উপগ্রহ।

হানিফ বলেন, ‘গত কয়েকদিন ধরে সারাদেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল। ইতিমধ্যেই ২০০ কিলোমিটার বেগে ভারতের উড়িষ্যা প্রদেশে আঘাত হানে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ (শনিবার) ভোর থেকেই বাংলাদেশের কিছু কিছু এলাকায় ফণী আঘাত হানে। তবে দুর্বল হয়ে ধীরে ধীরে বাংলাদেশের সীমানা অতিক্রম করার পথে।…’

এরপর একটা পর্যায়ে তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা মহাশূন্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে এই যে আমাদের ঘূর্ণিঝড়ের, গভীর সমুদ্রে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে প্রায় ২০০০ কিলোমিটার দূরে সেইটার শুরু থেকেই আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তর খবর সংগ্রহ করতে সক্ষম হয়েছিল।’

‘আজকে এই স্যাটেলাইটের কারণেই কিন্তু আমরা আগাম সতর্কতার তথ্য পেয়েছিলাম বিধায় আমাদের সরকারের পক্ষ থেকে দলীয়ভাবে আমরা এই ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছিলাম।’

মহাশূন্যে স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে সর্বাত্মক প্রস্তুতিতে গ্রহণ এবং সবরকম ক্ষয়ক্ষতি এড়ানো সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

হানিফের এই বক্তব্য নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর বঙ্গবন্ধু স্যাটেলাইট ‘পর্যবেক্ষণ স্যাটেলাইট’ না হওয়ায় আবহাওয়ার পূর্বাভাসে এর আদৌ কোনো ভূমিকা ছিল কি না এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন কেউ কেউ।

আবহাওয়ার পূর্বাভাস প্রদানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভূমিকা কতটা ?

আবহাওয়া বিভাগের পরিচালক শামসুদ্দিন আহমেদ-এর কাছে এই বিষয়ে জানতে চাইলে বিবিসি বাংলাকে তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট একটি যোগাযোগ স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট কখন ব্যবহৃত হয় যখন আমরা যে পূর্বাভাস প্রস্তুত হয়ে গেল, যখন ঘূর্ণিঝড় আসে তখন বিদ্যুৎ চলে যায়, তখন স্বাভাবিক যোগাযোগ থাকেনা। সেইসময় আমাদের প্রস্তুতকৃত পূর্বাভাসটি রিমোট আইল্যান্ড বা প্রত্যন্ত জায়গায় পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়। হয়তো সেসময় বিদ্যুৎ থাকবে না, স্বাভাবিক রেডিও যোগাযোগ থাকবে না তখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে তথ্য পৌঁছানোর কাজ করা হবে। এটা আমাদের পরিকল্পনায় রয়েছে।’

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে মেঘ পর্যবেক্ষণের যোগাযোগ হয় না, এটা দিয়ে ব্রডকাস্টিং হয়। একসময় এটি কাজে লাগবে কারণ যখন যোগাযোগ ভেঙে পড়বে তখন এটি ছাড়া কোনো কাজ করা যাবে না।’

যে পদ্ধতিতে এই প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা তৈরি করা হয়েছে সে প্রসঙ্গে শামসুদ্দিন বলেন, ‘সারা বাংলাদেশে আমাদের পর্যবেক্ষণ নেটওয়ার্কের মাধ্যমে তথ্য নিয়েছি আমরা।’ তিনি বলেন, ‘সারাদেশে ৪৭টি আবহাওয়া পর্যবেক্ষণাগার আছে। প্রতি তিন ঘণ্টা অন্তর অন্তর বাতাসের বেগ তাপমাত্রা রেকর্ড করা হয়, মেঘের গতি ও তাপমাত্রা রেকর্ড করা হয় রাতদিন। সেগুলোর তথ্য তাদের হাতে ছিল। সেসব তথ্য বিশ্লেষণ করা হয় এবং তার থেকে পূর্বাভাস প্রস্তুত করা হয়।’

‘গতবছর এর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সংযোজন করা হয় যাকে অপারেশনাল নিওমেরিকেল ওয়েদার প্রেডিকশন বলা হয়। সেই প্রেডিকশনে আবার স্যাটেলাইটে যে পর্যবেক্ষণগুলো হয় সেগুলো থাকে। স্যাটেলাইট বলতে ইউরোপিয়ান মেটিরোলজিক্যাল যে স্যাটেলাইট সিস্টেম আছে তাদের পর্যবেক্ষণগুলো এর মাধ্যমে প্রসেস করেছি।’

শামসুদ্দিন আহমেদ বলেন, ‘ভারতীয় আবহাওয়া অধিদপ্তর সক্ষমতার চেয়েও অনেক ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশের বেশি। এমনকি শ্রীলঙ্কা মালদ্বীপ মিয়ানমারের চেয়ে সক্ষমতা বেশি।’

এখন পর্যন্ত যেসব স্যাটেলাইট থেকে তথ্য নেয়া হয় সে প্রসঙ্গে তিনি বলেন, জাপান আবহাওয়া অধিদপ্তরে সাথে সু-সম্পর্কের ভিত্তিতে সেখানকার স্যাটেলাইটের ম্যাধমে ঘূর্ণিঝড়ের তথ্য পেয়ে থাকে বাংলাদেশের আবহাওয়া বিভাগ। এছাড়া ইউরোপীয় আবহাওয়া বিভাগ থেকে তথ্য নেয়া হয়।

ঘূর্ণিঝড় ফণীর পূর্বাভাস বিষয়ে ভারতের সাথে তথ্যগত দিকে কিছু পার্থক্য লক্ষ্য করা গেছে। এই প্রসঙ্গে শামসুদ্দিন বলেন, ঘূর্ণিঝড়টির তীব্রতার দিক থেকে আমাদের এবং ভারতের তথ্যের কোনো ভিন্নতা ছিল না। তবে তারা প্রথমে বলেছিল এটি তামিলনাড়ুর দিক দিয়ে চেন্নাই উপকূল অতিক্রম করবে, সেটা তারা পরে আবার পরিবর্তন করে বলেছে যে, এটা এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন এবং চেন্নাই অতিক্রম করবে অন্ধ্র উপকূল।

তিনি আরও যোগ করেন, ‘এরও পরে তারা বলল, এটি উড়িষ্যা উপকূল অতিক্রম করবে। তিনবার তারা তথ্য পরিবর্তন করে। এর মানে হচ্ছে, আবহাওয়াগত বিষয় নিয়মিত পরিবর্তিত হওয়া স্বাভাবিক, এটা কারও ভুল নয়। সুতরাং তীব্রতার দিক দিয়ে তাদের সাথে আমাদের মিল ছিল।’ –বিবিসি বাংলা