আজম রেহমান,সারাদিন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে এক বাংলাদেশী’কে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী( বিএসএফ )।
বিএসএফ’র হাতে ধরা পড়া ব্যক্তিটি হচ্ছেন, উপজেলার চড়ই গেদী গ্রামের আইনউদ্দিনের ছেলে হাবিলউদ্দিন হাবিল(৪৫)।
স্থানীয়রা জানায়, রোববার ভোরে হাবিল ভারতের ১৭১ বড়বিল্লাহ বিএসএফ ক্যাম্পের জওয়ানদের হাতে ধরে পড়ে। এ সময় তিনি ওপার থেকে বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন । তার অবৈধভাবে সীমান্তরেখা পাড়ি দেয়ার কি কারণ সে ব্যাপারে বিজিবি নিশ্চিত হতে পারেনি। তবে গরু আনতে যাওয়া বা কাজের খোঁজে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এন এম সামিউন্নবী চৌধুরী বলেন , বিএসএফ ঘটনাটি রোববার দুপুরে স্বীকার করেছে এবং জানিয়েছে যে ধৃত হাবিলকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।