নিজস্ব প্রতিবেদক::একসঙ্গে দলের আটজন নেতাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।এর মধ্যে একজন সাবেক মন্ত্রী, দুইজন এমপি ও একজন সাবেক ছাত্রনেতা রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্বাক্ষরকৃত এক সাংগঠনিক নির্দেশনায় এই ঘোষণা দেওয়া হয়েছে।
জাপার বিজ্ঞপ্তিতে প্রেসিডিয়াম মেম্বার হিসেবে ঘোষিত নেতারা হলেন- সাতক্ষীরার সৈয়দ দিদার বখত, ব্রাহ্মণবাড়িয়ার কাজী মামুনুর রশিদ, নীলফামারীর জাফর ইকবাল সিদ্দিকী, ফেনীর নাজমা আক্তার, গাজীপুরের আব্দুস সাত্তার মিয়া, নারায়ণগঞ্জের আলমগীর শিকদার লোটন, চাঁদপুরের এমরান হোসেন মিয়া এবং মেজর (অব:) রানা মোহাম্মদ সোহেল।
এতে বলা হয়েছে, দলের সাংগঠনিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরুপ এই নেতাদের দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডিয়াম সদস্য ৪০ জনের মতো বলা হলেও এ সংখ্যা অনেক আগেই ছাড়িয়েছে।