ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রায় ৪ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে ইসলামী ব্যাংক।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ে জেলার ৪১ জন শিক্ষার্থীদের মাঝে ৯ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান উপলক্ষে ঠাকুরগাঁও ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন।
এছাড়াও বক্তব্য দেন, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, ঠাকুরগাঁও ইসলামী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার তরিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ইসলামী ব্যাংক শাখার শাখা প্রধান ও এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় শেষে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী ৪১ জন সন্তানদের প্রত্যেককে ৯ হাজার টাকা করে ৩ লক্ষ ৬৯ হাজার টাকার চেক প্রদান করা হয়।