আজম রেহমান,ঠাকুরগাঁও প্রতিনিধি::ঠাকুরগাঁওয়ে ছেলের হত্যা মামলার আসামীদের সঠিক বিচারের দাবি ও আসামী কর্তৃক প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মৃত সেলিমের বাবা।
সোমবার বিকেলে মৃত সেলিমের পিতা আব্দুল কবির ও সেলিমের স্ত্রী ববিতা ঠাকুরগাঁও প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে সেলিমের পিতা আব্দুল কবির লিখিত এক বক্তব্যে বলেন, মামলার আসামী শাহাদত, নুরে আলম ও রুবেল জামিনে বের হয়ে এসে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকী দিয়ে যাচ্ছে আমাদের। এদিকে আমার ছেলের হত্যা মামলার ৮ মাস পেরিয়ে গেলেও সঠিক বিচার না পাওয়ারও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য : ২০১৭ সালের ২৬ জুন সদর উপজেলার সিংগিয়া গ্রামের সবজি ব্যবসায়ী সেলিমের গলাকাটা মরদেহ উদ্ধার হয় বালিয়া ইউনিয়ন পরিষদের পাশ থেকে। সেলিমের স্ত্রী ববিতা আক্তার দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন।