আজম রেহমান,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:: সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে নির্বাচন করার অভিযোগ এনে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে এই ১১ জনকে স্থায়ী বহিস্কারের জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটির নিকট সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
১১ নেতাকর্মীকে দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত এবং স্থায়ী বহিস্কারের জন্য সুপারিশ করার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন মানিক।
বুধবার দুপুরে হরিপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা কমিটির সাধারণ সভায় উপজেলা আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে এই ১১ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে স্থায়ী বহিস্কারের জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটির নিকট সুপারিশ করা হয়েছে বলে দাবী করেছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। যাদেরকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তারা হলেন, আমগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, হরিপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমাকান্ত ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা স্বপ্না রানী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পদাক ও বর্তমান ৬নং ভাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য হামিদুর রহমান, বশির উদ্দীন, এ্যাডভোকেট সোহরাব হোসেন প্রধান ও আসাদুজ্জামান আসাদ। এছাড়াও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এসএম আলমগীর এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামীম ফেরদৌস টগরের ইতিপূর্বে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তটি বহাল রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা কমিটি।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাসেদ প্রধান, জয়নাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন মানিকসহ অনেকে।
এ ব্যাপারে অব্যাহতিপ্রাপ্ত সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি , সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিগত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামীম ফেরদৌস টগরের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, এই উপজেলা কমিটি আড়াই বছর আগেই মেয়াদ উত্তীর্ণ, তাই এদের কাউকে বহিষ্কার করার সুপারিশ করা বা অব্যাহতির সিদ্ধান্ত বহাল রাখার এক্তিয়ার নেই। তাদের সুপারিশ প্রশ্নে কেন্দ্রীয় কমিটি সঠিক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। আওয়ামী লীগে বর্তমানে হালুয়া রুটি ভাগাভাগির রাজনীতি চলছে বলে তিনি মন্তব্য করেন তবে বহিষ্কার বা অব্যাহতির প্রশ্নে তাঁদের কী পদক্ষেপ, সে ব্যাপারে তিনি কিছু বলেন নি। তবে এই মতামত সঠিক নয় বলেছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও বিগত নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল। তিনি মন্তব্য করেন, এই কমিটিকেই বহাল রেখেছে জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটি। নাহলে তারা আগেই এই উপজেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করতেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুহম্মদ সাদেক কুরাইশী এ বিষয়টিতে অবগত আছেন জানিয়ে বলেন, এটা দলেরই সাংগঠনিক প্রক্রিয়া, দলীয় শৃক্সক্ষলা প্রশ্নে আওয়ামী লীগ সব সময়ই কঠোর। ইতিপূর্বে এ প্রশ্নে তদন্ত কমিটি করা হয়েছিল, তদন্তের রিপোর্টের ভিত্তিতে উপজেলা কমিটির সাধারণ সভা ১১ জনকে সর্বসম্মতিক্রমে অব্যাহতি দিয়ে বহিষ্কারের সুপারিশ করেছে। তিনি জানান, জেলা কমিটিরও বহিষ্কারের এক্তিয়ার নাই, বিষয়টি কেন্দ্রীয় কমিটির কাছেই পাঠিয়ে দেবে জেলা কমিটি।
সংবাদ শিরোনাম
নৌকার বিপক্ষে নির্বাচন করায় হরিপুরে আ’লীগের ১১ নেতাকে অব্যাহতি জেলা ও কেন্দ্রের কাছে বহিস্কারের সুপারিশ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯
- ১০৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ