স্টাফ রিপোর্টার | ৬ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ৭:০৪:: বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় কাটাবন এলাকায় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আমিনুর রহমান আমিনের নেতৃত্বে মিছিলটি কাটাবন থেকে শুরু হয়ে সাইন্স ল্যাবরেটরি এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করে ছাত্রদল নেতা আমিনুর রহমান আমিন বলেন, অত্যাচার, নির্যাতন চালিয়ে ছাত্রদলকে দমিয়ে রাখা যাবে না। রক্ত দিয়ে হলেও খালেদা জিয়াকে মুক্ত করা হবে। খালেদা জিয়া মানেই গণতন্ত্র। গণতন্ত্রের মুক্তির জন্য, তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। এই আন্দোলনে সবাইকে অংশ গ্রহণের আহবান জানান তিনি।
সমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করে ছাত্রদল নেতা আমিনুর রহমান আমিন বলেন, অত্যাচার, নির্যাতন চালিয়ে ছাত্রদলকে দমিয়ে রাখা যাবে না। রক্ত দিয়ে হলেও খালেদা জিয়াকে মুক্ত করা হবে। খালেদা জিয়া মানেই গণতন্ত্র। গণতন্ত্রের মুক্তির জন্য, তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। এই আন্দোলনে সবাইকে অংশ গ্রহণের আহবান জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রদলের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক বিএম আলমগীর কবীর, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের আক্তারুজ্জামান আক্তার, সরকারী তিতুমীর কলেজের সহ- সভাপতি মো. বুলবুল হোসাইন, সরকারি আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি রোকনুজ্জামান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক উজ্জ্বল, তিতুমীরের সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ঢাকা কলেজের সহ-সাংগঠনিক সম্পাদক মুনতাসির আমির শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ছাত্রদল নেতা কাজী মুকিতুজ্জামান, সোহেল রানা, বায়জিদ হোসেন, ছাত্রদলের সরকারি আলিয়া মাদ্রাসার সহ-সাংগঠনিক সম্পাদক মোমিন, হাসান প্রমুখ।
।