সারাদিন ডেস্ক:: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫নং সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজিউর রহমানের বিরুদ্ধে অবৈধ ভাবে পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে বিক্রির অভিযোগ উঠেছে। (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে,নিয়ামত পুর শাপলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বালু তুলে সেখান থেকে ট্রাক্টর প্রতি ৩’শ টাকা করে বালু বিক্রি করছেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর ১ উপধারা অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। ধারা ৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হলে অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এই আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ইউপি সদস্যের বলে দেদারসে অবৈধ ভাবে বিক্রি করছেন বালু। সেই এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, বালু উত্তোলন করে যে পরিমাণ গভীর করা হচ্ছে বন্যা হলেই আমাদের কৃষি জমিগুলো তার পুকুরে পরিণত হবে। এব্যাপারে ইউপি সদস্য গাজিউর রহমান গাজী বলেন,আমার পুকুর থেকে আমি বালু তুলে আমি বিক্রি করছি আমাকে হায়কোর্ট দেখাবেন না। ইউপি সদস্যের বিরুদ্ধে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগএ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত কমিশনার ভূমি) এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন, সরেজমিনে গিয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
সংবাদ শিরোনাম
ইউপি সদস্যের বিরুদ্ধে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৬:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
- ১০৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ