আজম রেহমান,ঠাকুরগাঁও প্রতিনিধি॥ আদিবাসীদের ৯ দফার আন্দোলন জোরদার করার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় আদিবাসী পরিষদের ৩য় জেলা সম্মেলন। এ উপলক্ষে শনিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব থেকে এক আদিবাসী র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে এসেই শেষ হয়।
ঠাকুরগাঁও প্রেসক্লাব প্রাঙ্গনে সম্মেলন উদ্বোধন করেন ঠাকুরগাঁও আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড ইমরান হোসেন চৌধুরী। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জ্যাকব খালকোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান ও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।
বিপুল উৎসাহ উদ্দিপনায় সম্মেলনে জেলার প্রায় ৩ হাজার আদিবাসী নারী পুরুষ অংশ নেন।