ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫ম শ্রেণির ছাত্র জুলফিকার হাসান জয়কে নির্মম শারীরিক নির্যাতন করে শ্বাস রোধ করে হত্যার প্রতিবাদে ও গোষিদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্বজনরা।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টা ব্যাপী এই কর্মসুচি পালন করা হয়। এ সময় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হত্যাকান্ডের মুল অভিযুক্ত এখনো ধরা ছোঁয়ার বাইরে। মামলা ভিন্ন খাতে প্রবাহের জন্য তৎপরতা চালাচ্ছেন এবং নিহতের পরিবারের স্বজনদের প্রাণনাশের হুমকী ও মামলা প্রত্যাহারের চাপ দিচ্ছে।
বক্তব্য দেন-নিহতের পিতা হযরত আলী, স্থানীয় বাসিন্দা আহসান হাবীব রনিসহ অন্যান্যরা।
গত ২০ জুন স্কুল ছাত্র জুলফিকার হাসান জয়কে শারীরিক নির্যাতনের পর শ্বাস রোধ করে হত্যার পর বাড়ির পাশে ডোবায় ফেলে দেয়। পর দিন ওই ছাত্রের মরদেহ পায় স্বজনরা। এঘটনায় ২৯ জুন বালিয়াডাঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মানববন্ধন শেষে দোষিদের শাস্তি ও দৃষ্টান্ত শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেয়া হয়।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-স্কুল ছাত্র হত্যার প্রতিবাদ ও দোষিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৫:০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- ১০৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ