ঠাকুরগাঁও প্রতিনিধি::জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তরক্ষী বাহিনীর হাতে ফেন্সিডিল সহ ১ ফেন্সিডিল ব্যবসায়ী আটক হয়েছে। বৈরচূনা বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. সফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল তাদের নিয়মিত টহল দানকালে ভারত থেকে আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল বহনকালে সিংহোর গ্রামের মৃত রমাশু চন্দ্র রায়ের ছেলে সেফাল চন্দ্র রায় কে আটক করে তার হেফাজতে থাকা ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিজিবি’র বৈরচুনা বিওপি’র হাবিলদার মো. শফিকুল ইসলাম বাদি হয়ে সেফাল চন্দ্র রায়কে আসামী করে পীরগঞ্জ থানায় ২০১৮ ইং সালের মাদক নিরোধ আইনের ৩১(১)/১৪(খ) ধারায একটি মামলা করেন। যার নং ১১ তারিখ ০৯.১০.২০ইং।
সংবাদ শিরোনাম
বৈরচুনা সীমান্তে বিজিবি’র হাতে ফেন্সিডিল সহ ১ ব্যাক্তি আটক
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৯:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- ১৪২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ