মিনু ইয়াসমিন, ঠাকুরগাঁও:: ২১ আগষ্ট ওয়াল্ড ভিশন- ঠাকুরগাঁও এপি’র উদ্যোগে ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে সংস্থার কার্যালয় চত্বরে শিশু বিবাহ বন্ধে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রোগ্রাম অফিসার পারুল বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। তিনি শিশু বিবাহ বন্ধে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন। গণমাধ্যমের ভূমিকা ও করনীয় সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহবায়ক বিধান চন্দ্র দাস, সদস্য সচিব ফরিদুল ইসলাম রঞ্জু, সহ সভাপতি সাংবাদিক কামরুল হাসান, নূরে আলম শাহ প্রমুখ।
সংলাপ অনুষ্ঠানের বক্তারা উল্লেখ করেন, ইউনিসেফের গবেষণা মতে বিশ্বের ২১ শতাংশ কিশোরীর বিয়ে হচ্ছে ১৮ বছরের আগে। এই ধারা যদি অব্যাহত থাকে তবে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের ১০ কোটি ১০ লাখেরও বেশি কিশোরীর বাল্য বিবাহ হয়ে যাবে। গত এক বছরে দেশে ৪৮৬টি বাল্য বিবাহ হয়েছে। অথচ তার আগের বছরে এ সংখ্যা ছিলো ১৫৯টি। সে হিসেবে কোভিডের সময়ে দেশে বাল্য বিবাহ বেড়েছে ৩ গুণ। আমরা যদি শিশুদের স্কুল যাওয়া নিশ্চিত করতে পারি, কিশোরীদের ক্ষমতায়ন করতে পারি, তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারি, স্থানীয় সরকারকে আরও বেশি কার্যকরী করতে পারি তবেই এ বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে। নতুবা মহামারি আকারে সমাজের রন্ধে রন্ধে পৌঁছে যাবে বাল্যবিবাহ। সংলাপে ২৫ জন সংবাদকর্মী অংশ গ্রহন করেন।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ বন্ধে সংলাপ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৩:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- ১০৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ