ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইন পরীক্ষা নেয়ার দাবিতে শিক্ষার্থীদের স্বারকলিপি

জবি প্রতিনিধি::করোনা মহামারীতে আটকে থাকা সেমিস্টার পরীক্ষাগুলো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে নেয়ার দাবিতে স্বারকলিপি প্রদান করে জবি শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে।

স্বারকলিপিতে বলা হয়, গত বছর মার্চ মাস ২০২০ সাল থেকে এখন আগষ্ট মাস ২০২১ সাল অবধি দীর্ঘ ১৭ মাস করোনা মহামারী লকডাউনে বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে।

ইতোমধ্যে, আমরা অনলাইনে ২টি সেমিস্টার পরীক্ষার ক্লাস, মিডটার্ম পরীক্ষা, এসাইনমেন্ট, ভাইবাও সম্পন্ন করেছি।

কিছুদিন আগে জবি শিক্ষার্থীদের একটি জরিপে দেখা যায়, প্রায় ৭৬ শতাংশ জবি শিক্ষার্থী অনলাইনে সেমিস্টার পরীক্ষা দিতে সম্মতি প্রকাশ করেছে।

এমতাবস্থায়, শিক্ষার্থীদের পড়াশোনা ও সেশনজটের কথা বিবেচনা করে আমাদের অনলাইনে সেমিস্টার পরীক্ষা নেয়ার সুযোগ করে দেয়া হোক।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ শিক্ষার্থীদের বলেন, আমি এ ব্যাপারে সর্বোচ্ছ গুরুত্ব দিবো এবং পরীক্ষা নেয়ার জন্য প্রয়োজনীয় সকল প্রদক্ষেপ নিবো।

উল্লেখ্য, করোনা মহামারীতে গত বছরের মার্চ মাস থেকে ২০২১ সালের আগস্ট মাস পর্যন্ত দীর্ঘ ১৭ মাস সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।

সেই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫৪ নং একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে ১০ আগস্ট অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়িত হয়নি।

আজ ৫৫ নং একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

অনলাইন পরীক্ষা নেয়ার দাবিতে শিক্ষার্থীদের স্বারকলিপি

আপডেট টাইম ০৪:২৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
জবি প্রতিনিধি::করোনা মহামারীতে আটকে থাকা সেমিস্টার পরীক্ষাগুলো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে নেয়ার দাবিতে স্বারকলিপি প্রদান করে জবি শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে।

স্বারকলিপিতে বলা হয়, গত বছর মার্চ মাস ২০২০ সাল থেকে এখন আগষ্ট মাস ২০২১ সাল অবধি দীর্ঘ ১৭ মাস করোনা মহামারী লকডাউনে বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে।

ইতোমধ্যে, আমরা অনলাইনে ২টি সেমিস্টার পরীক্ষার ক্লাস, মিডটার্ম পরীক্ষা, এসাইনমেন্ট, ভাইবাও সম্পন্ন করেছি।

কিছুদিন আগে জবি শিক্ষার্থীদের একটি জরিপে দেখা যায়, প্রায় ৭৬ শতাংশ জবি শিক্ষার্থী অনলাইনে সেমিস্টার পরীক্ষা দিতে সম্মতি প্রকাশ করেছে।

এমতাবস্থায়, শিক্ষার্থীদের পড়াশোনা ও সেশনজটের কথা বিবেচনা করে আমাদের অনলাইনে সেমিস্টার পরীক্ষা নেয়ার সুযোগ করে দেয়া হোক।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ শিক্ষার্থীদের বলেন, আমি এ ব্যাপারে সর্বোচ্ছ গুরুত্ব দিবো এবং পরীক্ষা নেয়ার জন্য প্রয়োজনীয় সকল প্রদক্ষেপ নিবো।

উল্লেখ্য, করোনা মহামারীতে গত বছরের মার্চ মাস থেকে ২০২১ সালের আগস্ট মাস পর্যন্ত দীর্ঘ ১৭ মাস সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।

সেই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫৪ নং একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে ১০ আগস্ট অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়িত হয়নি।

আজ ৫৫ নং একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।