ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি ঠাকুরগাওয়ে ৩ দফা দাবীতে চাকুরীচ্যুৎ ও জেলবন্দি বিডিআর পরিবারের মানববন্ধন ৪৩তম বিসিএস: সহকারী কমিশনার হলেন ২৬৭ কর্মকর্তা টিসিবির ট্রাক সেল ফের চালুর দাবি জাতীয় নাগরিক কমিটির বিআরটিএ বন্ধের চিন্তা করা হবে: সড়ক উপদেষ্টা ‘শুল্ক ও করহার বাড়ানো অর্থনীতির জন্য আত্মঘাতী’ ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো: প্রেস সচিব জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা রুখতে ঐক্য জরুরি: ফখরুল খালেদার চিকিৎসায় সুবিধা দেওয়ায় কাতার ও যুক্তরাজ্যকে ধন্যবাদ দিল বিএনপি চলচ্চিত্র তারকা প্রবীর মিত্রের শেষ বিদায়, ইসলামী রীতিতে দাফন

ইডেনের দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরালের হুমকি ছাত্রলীগ নেত্রী রিভা

ডেস্ক:: রাজধানীর ইডেন কলেজে দুই ছাত্রীকে ফের নির্যাতনের অভিযোগ উঠেছে ওই কলেজের ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে। নির্যাতনের অডিও ফাঁস হওয়ার পর ক্ষুব্ধ হয়ে দুই ছাত্রীকে নিজের রুমে ডেকে নিয়ে সাড়ে ছয় ঘণ্টা দাঁড় করিয়ে রেখে নির্যাতন করেন রিভা। এছাড়া ভুক্তভোগী ওই দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ার হুমকি দেন তিনি। বেলা ১১টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দুই ছাত্রীকে হলের একটি কক্ষে আটকে রাখেন ওই ছাত্রলীগ নেত্রী। পরে কলেজ অধ্যক্ষ ও হলের প্রাধ্যক্ষ গিয়ে তাদের উদ্ধার করেন। ভুক্তভোগী ওই ছাত্রী নির্যাতনের বর্ণনা দিয়ে একটি অডিও ক্লিপ গণমাধ্যমের কাছে পাঠান।

নির্যাতনের বর্ণনা দিয়ে তারা বলেন, ‘আমাকে সে (রিভা) অনেক হুমকি দিচ্ছে, অনেক গালাগালি করছে যাতে এটা (ছাত্রীদের হুমকি দেওয়া রিভার রেকর্ড) কে করাইছে আমি যেন বলি। আসলে আমি বাধ্য হয়েই রেকর্ডটি করেছিলাম। কারণ প্রতিদিন প্রোগ্রামে যাওয়ার জন্য উনি অনেক কথা বলত। অসুস্থ থাকলেও প্রোগ্রামে যেতে বলত। আমাকে রিভা হুমকি দিয়েছে যে, তুই কীভাবে ইডেন কলেজ থেকে পাস করে বের হোস আমি দেখব।

তারা বলেন, নির্যাতন করে আমাদের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হয়। তখন মিথ্যা স্বীকারোক্তির একটি লিখিত কাগজ পড়তে বলেন রিভা। তিনি সেটি রেকর্ড করেন। পরে হলের প্রাধ্যক্ষ নারগিস রুমা তাদেরকে উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেত্রী রিভাকে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এর আগে ফাঁস হওয়া অডিওতে দুই ছাত্রীকে অকথ্য ভাষায় গালাগালের ঘটনায় ক্ষমা চেয়েছিলেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। গত ১৯ আগস্ট রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চান তিনি।
ফেসবুকে তিনি লিখেন, ‘ইডেন কলেজ ছাত্রলীগের প্রতিটি কর্মীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এরা আমার পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু নয়। একান্ত ব্যক্তিগত পরিবেশে হলেও দায়িত্বশীল জায়গা থেকে অসংযত ভাষার প্রয়োগ আমার অপরাধ হয়েছে বলে আমি স্বীকার করছি। বাংলাদেশ ছাত্রলীগ আমাকে এমন শিক্ষা দেয় না, তাই সংগঠনের প্রতি আমি ক্ষমাপ্রার্থী। নিজের ভুল বুঝতে পেরে ফেসবুকের মাধ্যমে ক্ষমা চাওয়ার পরও পুনরায় দুই ছাত্রীকে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে রিভার বিরুদ্ধে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি

ইডেনের দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরালের হুমকি ছাত্রলীগ নেত্রী রিভা

আপডেট টাইম ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
ডেস্ক:: রাজধানীর ইডেন কলেজে দুই ছাত্রীকে ফের নির্যাতনের অভিযোগ উঠেছে ওই কলেজের ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে। নির্যাতনের অডিও ফাঁস হওয়ার পর ক্ষুব্ধ হয়ে দুই ছাত্রীকে নিজের রুমে ডেকে নিয়ে সাড়ে ছয় ঘণ্টা দাঁড় করিয়ে রেখে নির্যাতন করেন রিভা। এছাড়া ভুক্তভোগী ওই দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ার হুমকি দেন তিনি। বেলা ১১টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দুই ছাত্রীকে হলের একটি কক্ষে আটকে রাখেন ওই ছাত্রলীগ নেত্রী। পরে কলেজ অধ্যক্ষ ও হলের প্রাধ্যক্ষ গিয়ে তাদের উদ্ধার করেন। ভুক্তভোগী ওই ছাত্রী নির্যাতনের বর্ণনা দিয়ে একটি অডিও ক্লিপ গণমাধ্যমের কাছে পাঠান।

নির্যাতনের বর্ণনা দিয়ে তারা বলেন, ‘আমাকে সে (রিভা) অনেক হুমকি দিচ্ছে, অনেক গালাগালি করছে যাতে এটা (ছাত্রীদের হুমকি দেওয়া রিভার রেকর্ড) কে করাইছে আমি যেন বলি। আসলে আমি বাধ্য হয়েই রেকর্ডটি করেছিলাম। কারণ প্রতিদিন প্রোগ্রামে যাওয়ার জন্য উনি অনেক কথা বলত। অসুস্থ থাকলেও প্রোগ্রামে যেতে বলত। আমাকে রিভা হুমকি দিয়েছে যে, তুই কীভাবে ইডেন কলেজ থেকে পাস করে বের হোস আমি দেখব।

তারা বলেন, নির্যাতন করে আমাদের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হয়। তখন মিথ্যা স্বীকারোক্তির একটি লিখিত কাগজ পড়তে বলেন রিভা। তিনি সেটি রেকর্ড করেন। পরে হলের প্রাধ্যক্ষ নারগিস রুমা তাদেরকে উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেত্রী রিভাকে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এর আগে ফাঁস হওয়া অডিওতে দুই ছাত্রীকে অকথ্য ভাষায় গালাগালের ঘটনায় ক্ষমা চেয়েছিলেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। গত ১৯ আগস্ট রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চান তিনি।
ফেসবুকে তিনি লিখেন, ‘ইডেন কলেজ ছাত্রলীগের প্রতিটি কর্মীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এরা আমার পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু নয়। একান্ত ব্যক্তিগত পরিবেশে হলেও দায়িত্বশীল জায়গা থেকে অসংযত ভাষার প্রয়োগ আমার অপরাধ হয়েছে বলে আমি স্বীকার করছি। বাংলাদেশ ছাত্রলীগ আমাকে এমন শিক্ষা দেয় না, তাই সংগঠনের প্রতি আমি ক্ষমাপ্রার্থী। নিজের ভুল বুঝতে পেরে ফেসবুকের মাধ্যমে ক্ষমা চাওয়ার পরও পুনরায় দুই ছাত্রীকে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে রিভার বিরুদ্ধে।