ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়: মির্জা ফখরুল আ. লীগ সাড়ে ১৫ বছর দেশের পরিবর্তে নিজেদেরকে সাজিয়েছে: জামায়াত আমির ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্র রয়েছে’ ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন গণ-হত্যাকারী, সন্ত্রাশী, দুর্নীতিবাজদের বিএনপিতে জায়গা হবে না : মির্জা ফখরুল দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ সাগর-রুনি হত্যা মামলা র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে

কাঁদছে গাজা, ওদের কান্নার জবাব দিন

অনলাইন সংস্করণ::গাজায় জরুরিভিত্তিতে ওষুধ সহায়তার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান। তিনি বলেছেন, হাসপাতালে কোনো ওষুধ নেই। অনেক হাসপাতাল ধ্বংস করা হয়েছে। আহত নয় হাজার মানুষের চিকিৎসা এখন জরুরি ভিত্তিতে প্রয়োজন। পুরো গাজা এখন কাঁদছে, ওদের কান্নার জবাব দিন।

রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান বলেন, গাজায় কোনো বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় হাসপাতালে অপারেশন করা সম্ভব হচ্ছে না। অক্সিজেন ব্যবহারেও সমস্যা হচ্ছে। আমাদের অক্সিজেন প্রয়োজন। হাসপাতালে যা কিছু প্রয়োজন তা গাজায় নেই। মানুষের মৌলিক চাহিদা মেটাতে যা কিছু প্রয়োজন, তা গাজায় নেই। এটা একটা ভয়াবহ বিপর্যয়। যারা মারা গেছেন তাদের ৪২ শতাংশ শিশু। এটা স্পষ্ট যে, ইসরাইল ইচ্ছাকৃতভাবে শিশুদের টার্গেট করেছে। চাপ সৃষ্টি করার জন্য তারা শিশুদের টার্গেট করেছে। পশ্চিমা বিশ্বের কাছে আমার প্রশ্ন, আমরাও মানুষ। আমাদের একইভাবে বিবেচনা করুন যেভাবে অন্য জাতিকে বিবেচনা করেন। আপনারা ইউক্রেনকে যেভাবে দেখেন আমাদেরকেও একইভাবে দেখেন। আমাদেরকে এমনভাবে দেখবেন না যে আমরা আপনাদের চেয়ে মানুষ হিসাবে কম মর্যাদাসম্পন্ন।

বাংলাদেশের কাছে এ মুহূর্তে ফিলিস্তিন কী চায় জানতে চাইলে রাষ্ট্রদূত রামাদান বলেন, বাংলাদেশ সরকার সবই করছে যা তারা পারে। আমি এই মাত্র বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি-আমাদের যুদ্ধ, রক্তপাত এবং গণহত্যা বন্ধ করা প্রয়োজন। ইসরাইল অপরাধ করছে। আমাদের হাসপাতালে সহায়তা করুন। হাসপাতালে অনেক কিছু প্রয়োজন। প্লিজ, এগুলোকে সহায়তা করুন। আমাদের বিদ্যুৎ, জ্বালানি ও মানুষের খাবার প্রয়োজন। খাবার পানিরও তীব্র সংকট চলছে। জরুরিভিত্তিতে এগুলো বেশি প্রয়োজন।

তিনি বলেন, আমরা রাজনীতি নিয়ে কথা বলতে পারি। দুই রাষ্ট্র সমাধানের কথা বলতে পারি। কিন্তু এখন আমার মানুষ মারা যাচ্ছে। তারা মারা যাচ্ছে কারণ আমাদের পানি নেই, বিদ্যুৎ নেই, চিকিৎসার জন্য পর্যাপ্ত ডাক্তার নেই, হাসপাতালে ওষুধ নেই। তাদের প্রয়োজন সহায়তা।

মানবিক সহায়তা পৌঁছানো যাচ্ছে না : ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রোববার যুগান্তরকে বলেন, বাংলাদেশ গাজা উপত্যকায় ওষুধ পাঠাতে চায়। কিন্তু সেখানে ওষুধসহ মানবিক সহায়তার পথ বন্ধ। গাজায় কোনো সামগ্রী পাঠানোর দুটি পথ রয়েছে। দুটি পথই এখন বন্ধ।

এদিকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, গাজায় নির্বিচারে বলপ্রয়োগের মাধ্যমে নারী ও শিশুসহ বেসামরিক মানুষের হতাহতের ঘটনা বাড়িয়ে তোলায় বাংলাদেশ তীব্র নিন্দা জানাচ্ছে। মানবিক বিপর্যয় মোকাবিলায় অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা গ্রহণে অনুমতি দেওয়ার জন্যও বাংলাদেশ আহ্বান জানায়। দীর্ঘমেয়াদি শান্তির জন্য বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক দুই রাষ্ট্র সমাধান করার আহ্বানও জানায়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়: মির্জা ফখরুল

কাঁদছে গাজা, ওদের কান্নার জবাব দিন

আপডেট টাইম ০২:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

অনলাইন সংস্করণ::গাজায় জরুরিভিত্তিতে ওষুধ সহায়তার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান। তিনি বলেছেন, হাসপাতালে কোনো ওষুধ নেই। অনেক হাসপাতাল ধ্বংস করা হয়েছে। আহত নয় হাজার মানুষের চিকিৎসা এখন জরুরি ভিত্তিতে প্রয়োজন। পুরো গাজা এখন কাঁদছে, ওদের কান্নার জবাব দিন।

রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান বলেন, গাজায় কোনো বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় হাসপাতালে অপারেশন করা সম্ভব হচ্ছে না। অক্সিজেন ব্যবহারেও সমস্যা হচ্ছে। আমাদের অক্সিজেন প্রয়োজন। হাসপাতালে যা কিছু প্রয়োজন তা গাজায় নেই। মানুষের মৌলিক চাহিদা মেটাতে যা কিছু প্রয়োজন, তা গাজায় নেই। এটা একটা ভয়াবহ বিপর্যয়। যারা মারা গেছেন তাদের ৪২ শতাংশ শিশু। এটা স্পষ্ট যে, ইসরাইল ইচ্ছাকৃতভাবে শিশুদের টার্গেট করেছে। চাপ সৃষ্টি করার জন্য তারা শিশুদের টার্গেট করেছে। পশ্চিমা বিশ্বের কাছে আমার প্রশ্ন, আমরাও মানুষ। আমাদের একইভাবে বিবেচনা করুন যেভাবে অন্য জাতিকে বিবেচনা করেন। আপনারা ইউক্রেনকে যেভাবে দেখেন আমাদেরকেও একইভাবে দেখেন। আমাদেরকে এমনভাবে দেখবেন না যে আমরা আপনাদের চেয়ে মানুষ হিসাবে কম মর্যাদাসম্পন্ন।

বাংলাদেশের কাছে এ মুহূর্তে ফিলিস্তিন কী চায় জানতে চাইলে রাষ্ট্রদূত রামাদান বলেন, বাংলাদেশ সরকার সবই করছে যা তারা পারে। আমি এই মাত্র বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি-আমাদের যুদ্ধ, রক্তপাত এবং গণহত্যা বন্ধ করা প্রয়োজন। ইসরাইল অপরাধ করছে। আমাদের হাসপাতালে সহায়তা করুন। হাসপাতালে অনেক কিছু প্রয়োজন। প্লিজ, এগুলোকে সহায়তা করুন। আমাদের বিদ্যুৎ, জ্বালানি ও মানুষের খাবার প্রয়োজন। খাবার পানিরও তীব্র সংকট চলছে। জরুরিভিত্তিতে এগুলো বেশি প্রয়োজন।

তিনি বলেন, আমরা রাজনীতি নিয়ে কথা বলতে পারি। দুই রাষ্ট্র সমাধানের কথা বলতে পারি। কিন্তু এখন আমার মানুষ মারা যাচ্ছে। তারা মারা যাচ্ছে কারণ আমাদের পানি নেই, বিদ্যুৎ নেই, চিকিৎসার জন্য পর্যাপ্ত ডাক্তার নেই, হাসপাতালে ওষুধ নেই। তাদের প্রয়োজন সহায়তা।

মানবিক সহায়তা পৌঁছানো যাচ্ছে না : ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রোববার যুগান্তরকে বলেন, বাংলাদেশ গাজা উপত্যকায় ওষুধ পাঠাতে চায়। কিন্তু সেখানে ওষুধসহ মানবিক সহায়তার পথ বন্ধ। গাজায় কোনো সামগ্রী পাঠানোর দুটি পথ রয়েছে। দুটি পথই এখন বন্ধ।

এদিকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, গাজায় নির্বিচারে বলপ্রয়োগের মাধ্যমে নারী ও শিশুসহ বেসামরিক মানুষের হতাহতের ঘটনা বাড়িয়ে তোলায় বাংলাদেশ তীব্র নিন্দা জানাচ্ছে। মানবিক বিপর্যয় মোকাবিলায় অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা গ্রহণে অনুমতি দেওয়ার জন্যও বাংলাদেশ আহ্বান জানায়। দীর্ঘমেয়াদি শান্তির জন্য বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক দুই রাষ্ট্র সমাধান করার আহ্বানও জানায়।