মনসুর আহাম্মেদঃ দিনাজপুর শহরের উত্তর চাউলিয়াপট্টি নিবাসী আফরোজা পারভীনের স্বামী দীর্ঘ ১২ বছর যাবত ভবঘুরে ও উন্মাদ প্রকৃতির মানুষ। আফরোজাকেই তার উন্মাদ স্বামী ও দুই কন্যা সন্তানের সংসার পরিচালনা ও লেখাপড়ার খরচ এককভাবে চালাতে জীবন উষ্ঠাগত। তার মেয়ে অনন্যা এবার সাইন্স গ্রুপে এস.এস.সি পরীক্ষা দিয়েছে, ছোট মেয়ে প্রথম শ্রেণিত পড়ে। দু’টো গরু পালন করে তাদের সংসার একেবারেই চলে না। কেননা, দুধ বেঁচে যা পায় তার চাইতে খরচই বেশি হয়। সতভাবে সংসার চালাতে তাকে গৃহকর্মীর কাজ বেঁছে নিতে হয়। তাতেও তাদের সংসার চলে না। মা ও মেয়ে দু’জনেই সেলাই-এর কাজ জানে। কিন্তু সেলাই মেশিন কেনার অর্থ পাবে কোথা থেকে! “দিনাজপুর জিলা স্কুল ৬৮ ব্যাচ কল্যাণ ট্রাস্ট” – এই সংবাদ স্রবনের আফরোজার উত্তর চাউলিয়াপট্টিস্হ বাসায় গিয়ে একটি নতুন সিংগার সেলাই মেশিন দান করে।ছবিতে আফরোজার বড় মেয়ে অনন্যা, আফরোজা, তার ছোট মেয়ে, ট্রাস্টের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল কাদির জুয়েল, নির্বাহী সদস্য আশরাফুল ও সাধারণ সম্পাদক লায়ন এড. এম এ মজিদ।
সংবাদ শিরোনাম
দিনাজপুর জিলা স্কুলের ৬৮ তম ব্যাচ কল্যাণ ট্রাস্ট এর নতুন সেলাই মেশিন বিতরণ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:৫২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮
- ৪৩৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ