সারাদিন ডেস্ক::আন্দোলনের মধ্যে দিয়েই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে এমন মন্তব্য করলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
বুধবার (১৩ জুন) রাজধানীর বিজয়নগরে এক হোটেলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি ।
মির্জা ফখরুল বলেন, এই ভয়ংকর সরকারকে সরাতে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। দেশনেত্রীকে মুক্ত করতে হলে দেশে মানুষের অধিকার গুলো ফিরিয়ে দিতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। জাতীয় ঐক্য সৃষ্টি মাধ্যমে আমাদের বিজয় ফিরিয়ে আনতে হবে। দেশনেত্রী মুক্তি ছাড়া এদেশে কোন কিছুই সম্ভব নয়, তাকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, খুন-গুম, অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে একটি ভয়ংকর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এই সরকার। এই সরকারকে সরাতে হবে। আমরা (বিএনপি) জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা জনগণের শক্তি নিয়েই নির্বাচনে জিতেছি। কারো দয়ায় আমরা নির্বাচনে জিতিনি। বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে। আমরা জনগণের শক্তি নিয়েই বিজয় ছিনিয়ে আনতে চাই।
তিনি আরও বলেন, দেশে
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। সোনাবাহিনী মোতায়েন করে নিরপেক্ষ সরকারের অধিনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
বিএনপির মহাসচিব আরও বলেন,
আমরা সুনির্দিষ্টভাবে বলেছি, জেল কোর্ডের কোথাও বলা নেই যে সরকারি হাসপাতালেই চিকিৎসা করাতে হবে। পরিবার থেকে চিকিৎসা ব্যয় বহন করা হবে। এক্ষেত্রে বিলম্ব করা মানেই এর নেপথ্যে গভীর ষড়যন্ত্র আছে। অবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী রাজধানীর গুলশানের ইউনাইটেট হাসপাতালে চিকিৎসার দাবি জানাচ্ছি।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, এনাম আহমেদ চৌধুরী, আলতাব হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু্, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, সুকোমল বড়ূয়া প্রমুখ।
এছাড়া এই ইফতার মাহফিল আরও উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল আলীম, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিঙ্কন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মাদ ইব্রাহিম বীর প্রতীক, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, মুসলিম লীগের মহাসচিব জুলফিকার বুলবুল ও লেবার পার্টির মহাসচিব ফরিদ উদ্দীন আহমেদ সহ আরো অনেক নেতৃবৃন্দ ।
সংবাদ শিরোনাম
আন্দোলনে মধ্যে দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে:ফখরুল
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১২:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮
- ৩১৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ