ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়: মির্জা ফখরুল আ. লীগ সাড়ে ১৫ বছর দেশের পরিবর্তে নিজেদেরকে সাজিয়েছে: জামায়াত আমির ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্র রয়েছে’ ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন গণ-হত্যাকারী, সন্ত্রাশী, দুর্নীতিবাজদের বিএনপিতে জায়গা হবে না : মির্জা ফখরুল দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ সাগর-রুনি হত্যা মামলা র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে

জার্মানিকে হারিয়ে মেক্সিকোর চমক

বাছাই পর্বে ১০ ম্যাচের সবকটিতে জেতার পর হঠাৎ করেই যেন ছন্দ হারিয়ে ফেলে জার্মানি। বিশ্বকাপের আগে ছয় প্রীতি ম্যাচে মাত্র একটিতে জিততে পেরেছিল তারা। উন্নতি হয়নি ফর্মের, হার দিয়ে শুরু করেছে বিশ্বকাপ অভিযান।

লুজনিকি স্টেডিয়ামে রোববার প্রথম মিনিট থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন ও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল জার্মানি বল দখলে এগিয়ে ছিল অনেক। আক্রমণও বেশি করেছে ইওয়াখিম লুভের শিষ্যরা। তবে রক্ষণে সেঁধিয়ে যায়নি র‌্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে থাকা মেক্সিকো। পাল্টা আক্রমণে নিয়মিত পরীক্ষা নিয়েছে জার্মানির।

দূর পাল্লার শটগুলো ছিল গোলরক্ষক বরাবর। সেগুলো খুব একটা পরীক্ষা নিতে পারেনি দুই গোলরক্ষক মানুয়েল নয়ার ও গিয়ের্মো ওচোয়ার।

মাঠে উপভোগ্য ফুটবলের পর ৩৫তম মিনিটে প্রতি আক্রমণ থেকে এগিয়ে যায় মেক্সিকো। হাভিয়ের এর্নান্দেজ বাঁদিকে বল বাড়ান লোসানোকে। অনেক দৌড়ে এসে বল রিসিভ করা সময়ই জামার্নির এক খেলোয়াড়কে এড়ান এই ফরোয়ার্ড। আরেকজন ডিফেন্ডার এগিয়ে এসে বাধা দেওয়ার আগেই নিচু গড়ানো শটে খুঁজে নেন জাল।

তিন মিনিট পর গোল পেয়ে যাচ্ছিল জার্মানিও। টনি ক্রুসের ফ্রি-কিকে উঁচুতে ঝাঁপিয়ে বলে গ্লাভস লাগান গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। তাতে বল লাগে ক্রসবারে।

প্রতি আক্রমণ থেকে দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ এসেছিল মেক্সিকোর সামনে। কিন্তু ডি-বক্সে ফাঁকায় থাকা কার্লোস ভেলাকে ঠিকমতো বল বাড়াতে পারেননি এর্নান্দেজ।

৬৫তম মিনিটে জেরোম বোয়াটেংয়ের ক্রসে জশুয়া কিমিচের বাই সাইকেল কিক ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়।

৭৪তম মিনিটে মাঠে নামেন মেক্সিকোর ডিফেন্ডার রাফায়েল মার্কেস। স্বদেশের আন্তোনিও কারবাহাল ও জার্মান কিংবদন্তি লোথার মাথেউসের পর তিনি খেললেন পাঁচটি বিশ্বকাপ আসরে।

শেষের দিকে প্রতি আক্রমণ থেকে দারুণ দুটি সুযোগ আসে মিগেল লাইয়ুনের সামনে। দুইবারই লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে সুযোগ নষ্ট করেন সেভিয়ার এই মিডফিল্ডার।

বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করা টিমো ভেরনারের জায়গায় ৮৬তম মিনিটে মাঠে নামেন ইউলিয়ান ব্রান্ডট। ৮৮তম মিনিটে তার ক্রস খুব কাছে থেকেও লক্ষ্যে রাখতে পারেননি মারিও গোমেজ। পরের মিনিটে ব্রান্ডটের বুলেট গতির শট পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়: মির্জা ফখরুল

জার্মানিকে হারিয়ে মেক্সিকোর চমক

আপডেট টাইম ১০:২২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮

বাছাই পর্বে ১০ ম্যাচের সবকটিতে জেতার পর হঠাৎ করেই যেন ছন্দ হারিয়ে ফেলে জার্মানি। বিশ্বকাপের আগে ছয় প্রীতি ম্যাচে মাত্র একটিতে জিততে পেরেছিল তারা। উন্নতি হয়নি ফর্মের, হার দিয়ে শুরু করেছে বিশ্বকাপ অভিযান।

লুজনিকি স্টেডিয়ামে রোববার প্রথম মিনিট থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন ও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল জার্মানি বল দখলে এগিয়ে ছিল অনেক। আক্রমণও বেশি করেছে ইওয়াখিম লুভের শিষ্যরা। তবে রক্ষণে সেঁধিয়ে যায়নি র‌্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে থাকা মেক্সিকো। পাল্টা আক্রমণে নিয়মিত পরীক্ষা নিয়েছে জার্মানির।

দূর পাল্লার শটগুলো ছিল গোলরক্ষক বরাবর। সেগুলো খুব একটা পরীক্ষা নিতে পারেনি দুই গোলরক্ষক মানুয়েল নয়ার ও গিয়ের্মো ওচোয়ার।

মাঠে উপভোগ্য ফুটবলের পর ৩৫তম মিনিটে প্রতি আক্রমণ থেকে এগিয়ে যায় মেক্সিকো। হাভিয়ের এর্নান্দেজ বাঁদিকে বল বাড়ান লোসানোকে। অনেক দৌড়ে এসে বল রিসিভ করা সময়ই জামার্নির এক খেলোয়াড়কে এড়ান এই ফরোয়ার্ড। আরেকজন ডিফেন্ডার এগিয়ে এসে বাধা দেওয়ার আগেই নিচু গড়ানো শটে খুঁজে নেন জাল।

তিন মিনিট পর গোল পেয়ে যাচ্ছিল জার্মানিও। টনি ক্রুসের ফ্রি-কিকে উঁচুতে ঝাঁপিয়ে বলে গ্লাভস লাগান গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। তাতে বল লাগে ক্রসবারে।

প্রতি আক্রমণ থেকে দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ এসেছিল মেক্সিকোর সামনে। কিন্তু ডি-বক্সে ফাঁকায় থাকা কার্লোস ভেলাকে ঠিকমতো বল বাড়াতে পারেননি এর্নান্দেজ।

৬৫তম মিনিটে জেরোম বোয়াটেংয়ের ক্রসে জশুয়া কিমিচের বাই সাইকেল কিক ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়।

৭৪তম মিনিটে মাঠে নামেন মেক্সিকোর ডিফেন্ডার রাফায়েল মার্কেস। স্বদেশের আন্তোনিও কারবাহাল ও জার্মান কিংবদন্তি লোথার মাথেউসের পর তিনি খেললেন পাঁচটি বিশ্বকাপ আসরে।

শেষের দিকে প্রতি আক্রমণ থেকে দারুণ দুটি সুযোগ আসে মিগেল লাইয়ুনের সামনে। দুইবারই লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে সুযোগ নষ্ট করেন সেভিয়ার এই মিডফিল্ডার।

বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করা টিমো ভেরনারের জায়গায় ৮৬তম মিনিটে মাঠে নামেন ইউলিয়ান ব্রান্ডট। ৮৮তম মিনিটে তার ক্রস খুব কাছে থেকেও লক্ষ্যে রাখতে পারেননি মারিও গোমেজ। পরের মিনিটে ব্রান্ডটের বুলেট গতির শট পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে।