স্টাফ করেসপন্ডেন্ট:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির একটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৬ জুলাই ধার্য করেছেন আদালত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ করা মানহানির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মঙ্গলবার নির্ধারিত দিন ধার্য ছিল। কিন্তু এদিন শাহবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ঠিক করেন। গত বছরের ২৫ জানুয়ারি আদালতে মামলাটি করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক। ওই দিন আদালত শাহবাগ থানা পুলিশকে অভিযোগের বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে নিয়ে বিতর্কীত মন্তব্য করেন।
সংবাদ শিরোনাম
১৬জুলাই খালেদা জিয়ার, বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৮:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
- ৩৪৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ