আজম রেহমান,সারাদিন ডেস্ক::রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় একটি ক্লিনিকে কম্প্রেসার মেশিন বিষ্ফোরনে চিকিৎসক সহ দুই জন দগ্ধ হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (২৩জুন) রাত ৮টার দিকে। দগ্ধদের উদ্ধার করে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলো শিকদার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ নজরুল ইসলাম (৪৫) ও সাভারের একটি কলেজের প্রভাষক মো. মাহবুবুল হক (৫০)। তাদের দুজনের বাসা মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে।
দগ্ধ চিকিৎসক নজরুল হুদা জানায়, মোহ্ম্মদপুর হাউজিং সোসাইটিতে তার সৈয়দ ডেন্টাল নামে একটি ক্লিনিক আছে। সন্ধ্যায় দাতের চিকিৎসা করাতে আসেন মাহবুবুল হক।
রাতে কম্প্রেসার মেশিন দিয়ে দাঁতের চিকিৎসা করার সময় হঠাৎ বিষ্ফোরন হয়। পরে তাদের কে উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসে।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানায়, নজরুল ইসলামের মুখ ও দুই হাত ঝলসে গেছে। এবং মাহবুবুল হকের দুই হাত মুখ মাথা ঝলসে গেছে। তাদেরকে ভর্তি করা হয়েছে।