আজম রেহমান,সারদিন ডেস্ক:: ৩ দিনে বিএনপি’র ৯শ নেতাকর্মীর বিরূদ্ধে ৫টি মিথ্যা বানোয়াট মামলা দায়ের করে ১০ জনকে গ্রেফতার , বাকিদের পুলিশী হয়রাণি, নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে সভা সমাবেশ ঘরোয়া বৈঠক করতে না দেয়ার পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদকে প্রত্যাহারের দাবী জানালো জেলা বিএনপি। সোমবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক বাবু মিলনায়তনে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এ্ই দাবী জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে লিখিত বিবৃতি পাঠ করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান। লিখিত বিবৃতিতে জানানো হয় যে , জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বর্তমান আওয়ামী সরকার পুলিশ প্রশাসনের মাধ্যমে বিএনপি’র উপর অত্যাচার নিপীড়ন মামলা হামলা গ্রেফতার করে বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখার নীল নকশা বাস্তবায়ন করে চলেছে। সারা দেশের মতো ঠাকুরগাঁও জেলাও এই হীন দূরভিসন্ধিমূলক পরিকল্পনা থেকে বাদ পড়েনি।
সংবাদ সম্মেলনে, পুলিশ সুপারের ফেসবুক আইডি থেকে নৌকা মার্কায় ভোট চাওয়া হয় এবং এভাবে তিনি প্রশাসনের নিরপেক্ষতা লংঘন করেছেন বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলন শেষে জেলা বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মোঃ আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ৩ দিনে বিএনপি’র ৯শ নেতাকর্মীর বিরূদ্ধে ৫টি মামলা ॥ পুলিশ সুপারের প্রত্যাহার দাবী করলো জেলা বিএনপি
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৩:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
- ৫৩৩ বার
Tag :