আজম রেহমান,সারাদিন ডেস্ক::
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাও ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কেটে পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য সহির উদ্দীন।
জানা যায়, খনগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার আলী পরিষদের কাউকে না জানিয়েই ঐ ইউনিয়নের চাদপুর টিয়াপাড়ায় ১টি বনকাঠালী, আলমপুরে ১টি ঘোড়ানিম এবং ইউনিয়ন পরিষদ চত্বরে ১টি তোরল গাছসহ বিভিন্ন এলাকায় গাছ কেটে আর্থিক লাভবান হওয়াসহ পরিবেশের ভারসাম্য নষ্ট করছেন।
এ বিষয়ে ঐ ইউপি সদস্য চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন যে, পরিষদের চেয়ারম্যান হিসেবে তার গাছ কাটার ক্ষমতা আছে।
এ বিষয়ে চেয়ারম্যান কাউসার আলীর মতামত চাওয়া হলে তিনি এ প্রতিনিধিকে জানান, ইউনিয়ন পরিষদের একটি গাছ ভেঙ্গে পড়লে সেটি বিক্রি করে তিনি পরিষদের মালামাল কিনেছেন বলে স্বীকার করেন।
উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন, অভিযোগ পাওয়া গেছে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম
বৃক্ষ নিধন-ইউনও’র কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৬:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
- ১০৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ