আজম রেহমান::বৃহষ্পতিবার দুপুরে শহরের হাজিপাড়াস্থ নিজ বাসভবনে কান্নাজড়িত কন্ঠে জামায়াতে ইসলামের কারাবন্দী জেলা আমীর এবং ঠাকুরগাঁও-২ আসনের ধানের শীষের প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের স্ত্রী জাকিয়া জাবীন সাংবাদিকদের কাছে জানালেন, সবগুলো মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের বিচারক তাঁর স্মামীর জামিন আবেদন মঞ্জুর ও নতুন কোনো মামলায় গ্রেফতার না করার নির্দেষ দিলেও তা মানা হচ্ছে না এবং নানা তালবাহানায় তাঁকে নির্বাচন থেকে বিরত রাখার ষড়যন্ত্র করে কারাগারে আটকে রাখা হয়েছে ,যা আদালত অবমাননার সামিল। তিনি লিখিত বিবৃতিতে আরো অভিযোগ করেন, ধানের শীষের গণজোয়ারে সরকার ঈর্ষান্বিত ও ভীত হয়ে তার স্বামীকে কারাগারে আটক রাখা হয়েছে। তিনি নির্বাচনে ব্যানার লিফলেট ব্যানার ফেস্টুন কেড়ে নেয়া, নিজেদের অফিসে আগুন দিয়ে তার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গণহারে গ্রেফতার করার অভিযোগ করে আশা প্রকাশ করেন, জনগণ তাকে ভোট দিয়ে ষড়যন্ত্রের উপুযুক্ত জবাব দেবে। তিনি জানান, এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা, ইউএনও, থানার ওসি ও বিজিবি বরাবর লিখিত ও মৌখিক অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জামায়াত নেতার নিয়োজিত আইনজীবী ঠাকুরগাঁও বারের প্রাক্তন সেক্রেটারি এড. জয়নাল আবেদিন, ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ইউসুফ আলী ও মাওলানা হাকিমের ছেলে ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র সিগবাতুল্লা প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের পর মাওলানা হাকিমের পুত্র গিবাতুল্লাহকে বিকেলে কোর্টচত্বর থকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।
সংবাদ শিরোনাম
কারাবন্দী ঠাকুরগাঁও-২ আসনের ধানের শীষ প্রার্থীর স্ত্রীর সংবাদ সম্মেলন সুপ্রিম কোর্টের নির্দেশের পরও মুক্তি মেলেনি ধানের শীষের প্রার্থীর,অবশেষে পুত্রও গ্রেপ্তার
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১২:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
- ৯৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ