ডেস্ক নিউজ :: ভিয়েতনামে এবারের এশিয়া-প্যাসেফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক উদ্ধত বক্তৃতায় বলেন, আর কোনো ‘দীর্ঘস্থায়ী বাণিজ্য নীতি লঙ্ঘন’ সহ্য করবে না যুক্তরাষ্ট্র। শুক্রবার এ সম্মেলনে ট্রাম্প আরো বলেন যুক্তরাষ্টের স্বার্থ সর্বদাই সর্বাগ্রে রাখবেন তিনি। আর অ্যাপেক জাতিগুলোর উচিত সেটা অবশ্যই মেনে চলা।
বিপরীতক্রমে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, বিশ্বায়ন অপরিবর্তনযোগ্য এবং তা বহুপক্ষীয় সহযোগিতার কথাই বলে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন। এছাড়াও বিশ্ব বাণিজ্য সংস্থা যথাযথ কাজ করতে পারে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাজার প্রতিবন্ধকতা ও শুল্ক কমালেও অন্যান্য দেশগুলো ঠিকঠাক লেনদেন সম্পন্ন করেনি।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি অর্থনীতিকে একত্রিত করা অ্যাপেক সম্মেলন বিশ্ব জিডিপি’র ৬০%।সূত্র: বিবিসি, রয়টার্স