ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ সাগর-রুনি হত্যা মামলা র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে সংস্কারের পরেই নির্বাচন: ড. ইউনূস বশিরউদ্দীন ও ফারুকীকে কার বুদ্ধিতে নিলেন, প্রশ্ন মান্নার ভূমি সেবায় দুর্নীতি-অনিয়মে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা ভোট কারচুপির তদন্ত সাবেক ডিসি-এসপি-ইউএনওদের ঘুম হারাম আসিফ নজরুলকে হেনস্তা,দূতাবাসের কাউন্সেলরকে দেশে ফেরত, চাকরি হারাচ্ছেন স্টাফ

গায়ে পড়ে যুদ্ধ লাগাবেন না, তাহলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই হবে

সারাদিন ডেস্ক::পাকিস্তান পিপলস পার্টির নেতা ও সাবেক পাক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ বলেছেন, ভারতের সঙ্গে যুদ্ধ চায় না পাকিস্তান, তবে যদি গায়ে পড়ে যুদ্ধ লাগানো হয়; তাহলে রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত তারা লড়াই করবেন।

বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে যৌথ এক অধিবেশনে চলমান পাক-ভারত উত্তেজনা নিয়ে আলোচনা করতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। রাজা পারভেজ বলেন, পুরো জাতির আবেগের প্রতিফলন ঘটছে পার্লামেন্টে। আটক ভারতীয় পাইলটকে মুক্তির ঘোষণা শান্তির জন্য পাকিস্তানের আরেকটি ইতিবাচক পদক্ষেপ।

সাবেক এই পাক প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি পাকিস্তানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে তাহলে সেটির জবাব পুরোদমে দেবেন তারা। পাকিস্তান যুদ্ধ চায় না, কিন্তু যদি যুদ্ধ লাগানো হয়; তাহলে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবো।

রাজা পারভেজ বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী বিপুল শ্রদ্ধা পাওয়ার যোগ্য। আমাদের বাহিনী ভারতের আগ্রাসনের জবাব দিয়েছে। একই সময়ে উত্তেজনার তীব্রতা এড়িয়েছে। তিনি বলেন, পারমাণবিক অস্ত্রধারী দুটি দেশের মুখোমুখি লড়াই বিশ্ব শান্তির জন্য বিপজ্জনক।

তিনি অারো বলেন, বরং পাকিস্তানই সন্ত্রাসবাদের শিকার হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের প্রাণ উৎসর্গ করেছে। রানা পারভেজ বলেন, যুদ্ধ নিজেই একটি সঙ্কট, এটি আরেকটি সঙ্কটের সমাধান করে না। আমাদের মতো কেউই এতটা আত্মোৎসর্গ করেনি।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) গাড়ি বহরে জঙ্গি হামলায় ৪০ জওয়ানের প্রাণহানি ঘটে। এ ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ। মঙ্গলবার পুলওয়ামা হামলার জবাবে পাক-অধিকৃত কাশ্মীরে জয়েশের ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনী অভিযান চালিয়ে ৩০০ জঙ্গিকে হত্যার দাবি করে ভারত। এই অভিযানের একদিন পর বুধবার দুই দেশের আকাশসীমায় পাল্টাপাল্টি বিমান অনুপ্রবেশের ঘটনা ঘটে।

পাকিস্তান বলছে, তারা ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত এবং একজন পাইলটকে আটক করেছে। ভারতের দাবি, তারাও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে অস্বীকার করলেও পরে জানায়, পাকিস্তানি অনুপ্রবেশ ঠেকানোর সময় ভারতীয় একটি মিগ-২১ যুদ্ধবিমান ও পাইলট নিখোঁজ হয়েছে।

ইসলামাবাদে আটক ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তি দেয়া হবে বলে পাকিস্তানের পার্লামেন্টে জরুরি এক অধিবেশনে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তার এই ঘোষণার পর ভারতীয় বিমানবাহিনী বলছে, পাইলট অভিনন্দন বর্তমানের মুক্তি জেনেভা কনভেনশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

গায়ে পড়ে যুদ্ধ লাগাবেন না, তাহলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই হবে

আপডেট টাইম ১১:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯

সারাদিন ডেস্ক::পাকিস্তান পিপলস পার্টির নেতা ও সাবেক পাক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ বলেছেন, ভারতের সঙ্গে যুদ্ধ চায় না পাকিস্তান, তবে যদি গায়ে পড়ে যুদ্ধ লাগানো হয়; তাহলে রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত তারা লড়াই করবেন।

বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে যৌথ এক অধিবেশনে চলমান পাক-ভারত উত্তেজনা নিয়ে আলোচনা করতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। রাজা পারভেজ বলেন, পুরো জাতির আবেগের প্রতিফলন ঘটছে পার্লামেন্টে। আটক ভারতীয় পাইলটকে মুক্তির ঘোষণা শান্তির জন্য পাকিস্তানের আরেকটি ইতিবাচক পদক্ষেপ।

সাবেক এই পাক প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি পাকিস্তানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে তাহলে সেটির জবাব পুরোদমে দেবেন তারা। পাকিস্তান যুদ্ধ চায় না, কিন্তু যদি যুদ্ধ লাগানো হয়; তাহলে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবো।

রাজা পারভেজ বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী বিপুল শ্রদ্ধা পাওয়ার যোগ্য। আমাদের বাহিনী ভারতের আগ্রাসনের জবাব দিয়েছে। একই সময়ে উত্তেজনার তীব্রতা এড়িয়েছে। তিনি বলেন, পারমাণবিক অস্ত্রধারী দুটি দেশের মুখোমুখি লড়াই বিশ্ব শান্তির জন্য বিপজ্জনক।

তিনি অারো বলেন, বরং পাকিস্তানই সন্ত্রাসবাদের শিকার হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের প্রাণ উৎসর্গ করেছে। রানা পারভেজ বলেন, যুদ্ধ নিজেই একটি সঙ্কট, এটি আরেকটি সঙ্কটের সমাধান করে না। আমাদের মতো কেউই এতটা আত্মোৎসর্গ করেনি।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) গাড়ি বহরে জঙ্গি হামলায় ৪০ জওয়ানের প্রাণহানি ঘটে। এ ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ। মঙ্গলবার পুলওয়ামা হামলার জবাবে পাক-অধিকৃত কাশ্মীরে জয়েশের ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনী অভিযান চালিয়ে ৩০০ জঙ্গিকে হত্যার দাবি করে ভারত। এই অভিযানের একদিন পর বুধবার দুই দেশের আকাশসীমায় পাল্টাপাল্টি বিমান অনুপ্রবেশের ঘটনা ঘটে।

পাকিস্তান বলছে, তারা ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত এবং একজন পাইলটকে আটক করেছে। ভারতের দাবি, তারাও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে অস্বীকার করলেও পরে জানায়, পাকিস্তানি অনুপ্রবেশ ঠেকানোর সময় ভারতীয় একটি মিগ-২১ যুদ্ধবিমান ও পাইলট নিখোঁজ হয়েছে।

ইসলামাবাদে আটক ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তি দেয়া হবে বলে পাকিস্তানের পার্লামেন্টে জরুরি এক অধিবেশনে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তার এই ঘোষণার পর ভারতীয় বিমানবাহিনী বলছে, পাইলট অভিনন্দন বর্তমানের মুক্তি জেনেভা কনভেনশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।