ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জার্মান রাষ্ট্র দূতের স্কুল পরিদর্শন

আজম রেহমান,ঠাকুরগাঁও:: তৃণমুলে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার প্রসার ঘটাতে ঠাকুরগাঁয়ে জার্মান-বাংলা মৈত্রি স্কুল পরিদর্শণ করেন জার্মান রাষ্ট্র দুত এইচ পিটার ফাহরেনহলট্জ।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার খড়িবাড়ি গ্রামে ডোমিনো স্কুল পরিদর্শন করেন এই রাষ্ট্রদূত। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেস্ট শীলাব্রত কর্মকার, জার্মানি ডোমিনো ফাউন্ডেশনের পরিচালক ফ্রিচ স্যুলার, সচিব এ্যলফ্রিডে স্যুলার ও অন্যরা।

জার্মান রাষ্ট্রদুত এইচ পিটার ফাহরেনহলট্জ বলেন বাংলাদেশ বিগত ৮/১০ বছরে অর্থনৈতিক ভাবে ব্যাপক উন্নয়ন করেছে। জার্মান সরকার এদেশে বিনিয়োগ বাড়াতে চায়। তিনি আরো বলেন ‘আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ’ তাই শিক্ষার ক্ষেত্রে পিতা-মাতাকে আরো আন্তরিক হতে হবে। মান সম্মত শিক্ষা নিশ্চিত করণে ডোমিনো স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে জার্মান রাষ্ট্র দূতের স্কুল পরিদর্শন

আপডেট টাইম ০৫:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯

আজম রেহমান,ঠাকুরগাঁও:: তৃণমুলে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার প্রসার ঘটাতে ঠাকুরগাঁয়ে জার্মান-বাংলা মৈত্রি স্কুল পরিদর্শণ করেন জার্মান রাষ্ট্র দুত এইচ পিটার ফাহরেনহলট্জ।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার খড়িবাড়ি গ্রামে ডোমিনো স্কুল পরিদর্শন করেন এই রাষ্ট্রদূত। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেস্ট শীলাব্রত কর্মকার, জার্মানি ডোমিনো ফাউন্ডেশনের পরিচালক ফ্রিচ স্যুলার, সচিব এ্যলফ্রিডে স্যুলার ও অন্যরা।

জার্মান রাষ্ট্রদুত এইচ পিটার ফাহরেনহলট্জ বলেন বাংলাদেশ বিগত ৮/১০ বছরে অর্থনৈতিক ভাবে ব্যাপক উন্নয়ন করেছে। জার্মান সরকার এদেশে বিনিয়োগ বাড়াতে চায়। তিনি আরো বলেন ‘আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ’ তাই শিক্ষার ক্ষেত্রে পিতা-মাতাকে আরো আন্তরিক হতে হবে। মান সম্মত শিক্ষা নিশ্চিত করণে ডোমিনো স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।