ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাধীনতাবিরোধী আর ফ্যাসিবাদের দোসরদের দিয়ে গনতন্ত্র পরিপুষ্ট হবেনা- শামসুজ্জামান দুদু মানুষ নতুন নেতৃত্বের জন্য মুখিয়ে আছে- বালিয়াডাঙ্গীর পথসভায়- ফারুক হাসান মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি ঠাকুরগাওয়ে ৩ দফা দাবীতে চাকুরীচ্যুৎ ও জেলবন্দি বিডিআর পরিবারের মানববন্ধন ৪৩তম বিসিএস: সহকারী কমিশনার হলেন ২৬৭ কর্মকর্তা টিসিবির ট্রাক সেল ফের চালুর দাবি জাতীয় নাগরিক কমিটির বিআরটিএ বন্ধের চিন্তা করা হবে: সড়ক উপদেষ্টা ‘শুল্ক ও করহার বাড়ানো অর্থনীতির জন্য আত্মঘাতী’ ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো: প্রেস সচিব জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা রুখতে ঐক্য জরুরি: ফখরুল

১২টি মোটর সাইকেল ৪০ হাজার নগদ টাকা সহ বিভিন্ন মালামাল জব্দ – পীরগঞ্জে এএসপি’র নেতৃত্বে জুয়ার ঘাটি থেকে ৮ জুয়ারী গ্রেপ্তার

আজম রেহমান ::জেলার পীরগঞ্জ উপজেলার পাড়িয়া বাগানের চিহিৃত জুয়ার ঘাটি থেকে ৮ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পীরগঞ্জ সার্কেলের এএসপি’র নেতৃত্বে একটি পুলিশ দল ঐ আমবাগান থেকে শুক্রবার গভীর রাতে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়ারীকে হাতে নাতে আটক করতে সক্ষম হন। পরে তাদের হেফাজতে থাকা এবং ফেলে যাওয়া ১২ টি মোটর সাইকেল ও নগদ ৪০ হাজার টাকা সহ বিভিন্ন মালামাল জব্দ করে পুলিশ।
জানা যায়, শহরের মিত্রবাটি মৌজার জনৈক ইউসুফ আলীর আমবাগানে এলাকার কতিপয় বখাটে স্থানীয় প্রশাসন কে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে দিনরাত জুয়া চালিয়ে আসছিল। এলাকাবাসীদের পক্ষ থেকে থানা পুলিশের কাছে একাধিকবার অভিযোগ দেয়ার পরেও জুয়ার হোতারা প্রকাশ্য চ্যালেঞ্জের মাধ্যমে জুয়া অব্যাহত রাখে। এই জুয়ার আসরকে ঘিরে সেখানে গড়ে ওঠে ইয়াবা, ফেন্সিডিল সহ মাদকের জমজমাট আখড়া। বিভিন্ন অসামাজিক কর্মকান্ড সহ চুরি ছিনতাই ডাকাতির হোতারাও এই আসরকে ব্যবহার করে এলাকায় নানামুখি অপকর্মে জড়িয়ে পড়ে এবং এটি তাদের নিরাপদ আশ্রয় হিসেবে দীর্ঘদিন ধরে বিবেচিত হয়ে আসছিল। এসব বিষয় নিয়ে এলাকাবাসীদের পক্ষ থেকে পীরগঞ্জ সার্কেল এএসপি’র কাছে একাধিক অভিযোগের পর ৯ ফেব্রুয়ারী রাতে ১২ টার দিকে এএসপি মোশফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জুয়ার ঘাটি ঘিরে ফেলে ৮ জুয়ারীকে আটক করে। আটক জুয়ারীরা হলেন, কালা, শহিদুল, সোলেমান, রাজিব, বেলাল, মেনন, মফিজুল ও বাবুল। এ সময় জুয়ার বোর্ড থেকে নগদ ৪০ হাজার টাকা এবং জুযারী ও তাদের দোসরদের ফেলে যাওয়া ১২ টি মোটর সাইকেল, ৪ টি বাই-সাইকেল, গাজার কলকি, চাকুসহ বিভিন্ন নেশাজাতীয় সরঞ্জামাদি জব্দ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার ২ হোতা বারেক ও মুরাদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জুয়ার আয়োজন কারীদের বক্তব্য, এসব করে কোন লাভ নেই, আমরা পুলিশ সাংবাদিক সহ টপ টু বটম ম্যানেজ করেই এই জুয়া চালাই। ২/৪ বন্ধ থাকার পর আবার চালু হবে এই জুয়া নাহলে তাদের ইনভেস্টকৃত লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তারা।
আটক জুয়ারীদের বিরুদ্ধে এসআই মকবুল হোসেন বাদি হয়ে জুয়া আইনের ৪/৫ ধারায় পীরগঞ্জ থানায একটি নিয়মিত মামলা রুজু করেছে। যার নং ১০। ১০ ফেব্রুয়ারী আটক জুয়ারীদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতাবিরোধী আর ফ্যাসিবাদের দোসরদের দিয়ে গনতন্ত্র পরিপুষ্ট হবেনা- শামসুজ্জামান দুদু

১২টি মোটর সাইকেল ৪০ হাজার নগদ টাকা সহ বিভিন্ন মালামাল জব্দ – পীরগঞ্জে এএসপি’র নেতৃত্বে জুয়ার ঘাটি থেকে ৮ জুয়ারী গ্রেপ্তার

আপডেট টাইম ০৫:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮

আজম রেহমান ::জেলার পীরগঞ্জ উপজেলার পাড়িয়া বাগানের চিহিৃত জুয়ার ঘাটি থেকে ৮ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পীরগঞ্জ সার্কেলের এএসপি’র নেতৃত্বে একটি পুলিশ দল ঐ আমবাগান থেকে শুক্রবার গভীর রাতে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়ারীকে হাতে নাতে আটক করতে সক্ষম হন। পরে তাদের হেফাজতে থাকা এবং ফেলে যাওয়া ১২ টি মোটর সাইকেল ও নগদ ৪০ হাজার টাকা সহ বিভিন্ন মালামাল জব্দ করে পুলিশ।
জানা যায়, শহরের মিত্রবাটি মৌজার জনৈক ইউসুফ আলীর আমবাগানে এলাকার কতিপয় বখাটে স্থানীয় প্রশাসন কে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে দিনরাত জুয়া চালিয়ে আসছিল। এলাকাবাসীদের পক্ষ থেকে থানা পুলিশের কাছে একাধিকবার অভিযোগ দেয়ার পরেও জুয়ার হোতারা প্রকাশ্য চ্যালেঞ্জের মাধ্যমে জুয়া অব্যাহত রাখে। এই জুয়ার আসরকে ঘিরে সেখানে গড়ে ওঠে ইয়াবা, ফেন্সিডিল সহ মাদকের জমজমাট আখড়া। বিভিন্ন অসামাজিক কর্মকান্ড সহ চুরি ছিনতাই ডাকাতির হোতারাও এই আসরকে ব্যবহার করে এলাকায় নানামুখি অপকর্মে জড়িয়ে পড়ে এবং এটি তাদের নিরাপদ আশ্রয় হিসেবে দীর্ঘদিন ধরে বিবেচিত হয়ে আসছিল। এসব বিষয় নিয়ে এলাকাবাসীদের পক্ষ থেকে পীরগঞ্জ সার্কেল এএসপি’র কাছে একাধিক অভিযোগের পর ৯ ফেব্রুয়ারী রাতে ১২ টার দিকে এএসপি মোশফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জুয়ার ঘাটি ঘিরে ফেলে ৮ জুয়ারীকে আটক করে। আটক জুয়ারীরা হলেন, কালা, শহিদুল, সোলেমান, রাজিব, বেলাল, মেনন, মফিজুল ও বাবুল। এ সময় জুয়ার বোর্ড থেকে নগদ ৪০ হাজার টাকা এবং জুযারী ও তাদের দোসরদের ফেলে যাওয়া ১২ টি মোটর সাইকেল, ৪ টি বাই-সাইকেল, গাজার কলকি, চাকুসহ বিভিন্ন নেশাজাতীয় সরঞ্জামাদি জব্দ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার ২ হোতা বারেক ও মুরাদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জুয়ার আয়োজন কারীদের বক্তব্য, এসব করে কোন লাভ নেই, আমরা পুলিশ সাংবাদিক সহ টপ টু বটম ম্যানেজ করেই এই জুয়া চালাই। ২/৪ বন্ধ থাকার পর আবার চালু হবে এই জুয়া নাহলে তাদের ইনভেস্টকৃত লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তারা।
আটক জুয়ারীদের বিরুদ্ধে এসআই মকবুল হোসেন বাদি হয়ে জুয়া আইনের ৪/৫ ধারায় পীরগঞ্জ থানায একটি নিয়মিত মামলা রুজু করেছে। যার নং ১০। ১০ ফেব্রুয়ারী আটক জুয়ারীদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।