আজম রেহমান, ঠাকুরগাঁও::২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা ৮ এপ্রিল শপথ নিয়েছেন।
রংপুর বিভাগের কমিশনার মোহাম্মদ জয়নুল বারী সোমবার বেলা ১টায় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের সভাকক্ষে উপজেলা নির্বাচনের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।
স্থানীয় সরকারের রংপুর বিভাগের উপ-পরিচালক আশরাফুল আলমসহ গুরুত্বপূর্ণ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ।
শপথ গ্রহণ করলেন যারা-
ঠাকুরগাঁও সদর উপজেলায় বিজয়ী আ’লীগ প্রার্থী ও সদর উপজেলা আ’লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, বালিয়াডাঙ্গী উপজেলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল, পীরগঞ্জ উপজেলায় বিজয়ী আ’লীগ প্রার্থী ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. আখতারুল ইসলাম, হরিপুর উপজেলায় বিজয়ী আ’লীগ প্রার্থী জিয়াউল হাসান মুকুল ও রাণীশংকৈল উপজেলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ছাত্রলীগনেতা শাহরিয়ার আজম মুন্না।
এছাড়াও ঠাকুরগাঁও সদরের ভাইস চেয়ারম্যান মো: আব্দুর রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা, বালিয়াডাঙ্গী উপজেলার ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আলেয়া পারভীন, পীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান সুকুমার রায় ও বিনা প্রতিদ্বন্দিতায় মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রাণী রায়, রাণীশংকৈল উপজেলার ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: শেফালি বেগম এবং হরিপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুম ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মোতাহারা পারভীন।