ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের ওপারে এক বাংলাদেশী যুবক কে আটক করেছে বিএসএফ । ওই বাংলাদেশীর নাম মোহাম্মদ হানিফ (৪০)। তিনি উপজেলার রত্নাই যুগীবস্তী নয়াবাড়ি গ্রামের জয়নত উদ্দিনের ছেলে।
স্থানীয় (আমজানখোর) ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আকালু ডোঙ্গা জানান, শুক্রবার ভোর রাতে রত্নাই সীমান্তের ৩৮২ পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন হানিফ। এ সময় ভারতের ১৭১-সোনামতি বিএসএফ ক্যাম্পের জোওয়ানরা তাকে আটক করে নিয়ে যায়। সুত্র জানায়, বিএসএফের আটক হানিফ ফেনসিডিল আনতে গিয়ে ধরা পড়ে ।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও-৫০ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম সামিউন নবী বলেন চোরাকারবারি করতে গিয়ে ওই যুবক বিএসএফের হাতে আটক হন।
উল্লেখ্য গত ৫ মে এই উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে চড়ইগেদী গ্রামে আইন উদ্দিনের ছেলে হাবিলউদ্দিন হাবিল কে বিএসএফ আটক করে নিয়ে যায়।তবে তাকে ফিরিয়ে দেয়নি ভারতের সীমান্ত রক্ষী বাহিনী ।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তের ওপারে এক বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৫:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯
- ১১১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ