ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাজীপুর কলেজে জীবন্ত গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট, সভাপতি বলেছেন ব্যবস্থা নেয়া হবে ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত চাচাকে দেখতে যাবার পথে স্কুলশিক্ষিকা ভাস্তি মিনিবাস’র ধাক্কায় নিহত সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচনের দাবি জাতীয় বিপ্লবী পরিষদের সাংবাদিক আব্দুর রহমান মারা গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিলেন শিক্ষার্থীরা হজরত সোলায়মান (আ.) ও রানি বিলকিসের ঘটনা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন কখন পড়বেন সরকারি প্রকল্পের শিশু দিবাযত্ন কেন্দ্রে আসন পেতে মায়েদের ছোটাছুটি শনিবার খোলা থাকায় বাড়তি সুবিধা পাচ্ছেন বিআরটিএ গ্রাহক আন্দোলনকারী কর্মকর্তাদের ‘কঠোর বার্তা’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

এসি নয়, ঘরে লাগাবেন যে গাছগুলো

ডেস্ক: যথেচ্ছ পরিমাণে গাছ কাটার ফলে পরিবেশ দূষণের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে পৌঁছেছে। অক্সিজেন ও কার্বনডাই অক্সাইডের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে শ্বাস নেওয়ার জন্য একটু বিশুদ্ধ বাতাসের জন্য হাপিত্যেশ করছেন বিশ্ববাসী। এই পরিস্থিতিতে নাসা জানিয়েছে, আমাদের পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে, যা ঘরের মধ্যেই রাখতে পারবেন এবং অফুরান অক্সিজেন সরবরাহ করবে।

 

স্পাইডার প্ল্যান্ট

স্পাইডার প্ল্যান্ট: এই গাছের বাঁচার জন্য প্রাকৃতিক আলোর প্রয়োজন ঠিকই, কিন্তু সরাসরি সূর্যের আলো ক্ষতি করতে পারে স্পাইডার প্ল্যান্টের। এই গাছের জন্য রান্নাঘরই উপযুক্ত। কারণ, রান্নার কারণে ঘরের মধ্যে যে পরিমাণ কার্বন মনোক্সাইড থাকে, তা শুষে নিতে পারে এই গাছ। প্রায় ২০০ বর্গমিটার জায়গা বিশুদ্ধ রাখতে পারে।

ফিকাস

ফিকাস: সাধারণত কোনও গাছের বৃদ্ধির জন্য যতটা আলো ও তাপমাত্রা প্রয়োজন, এই গাছের ক্ষেত্রে সেগুলির প্রয়োজনীয়তা অনেকাংশেই কম। ফলে ঘরের মধ্যে দিব্যি বাঁচে এই গাছ। বাতাসের টক্সিন শুষে নিতে পারে ফিকাস। ফলে ঘরের মধ্যে বিশুদ্ধ বাতাস সরবরাহ করে এই গাছ।

অ্যালোভেরা

অ্যালোভেরা: খুব সহজেই বৃদ্ধি পায় এই গাছ। বায়ু দূষণ রোধে অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ অদ্বিতীয়। বাতাস থেকে ক্ষতিকর পদার্থ শোষণ করার পাশাপাশি অক্সিজেন সরবরাহ করতেও এর জুড়ি মেলা ভার।

পিস লিলি

পিস লিলি: ঘরের যে কোনও জায়গায় বসানো যায় এই গাছ। বাঁচার জন্য জল, বাতাসেরও বেশি প্রয়োজন পড়ে না। ফলে সহজেই বেঁচে থাকে পিস লিলি। ঘরের মধ্যে থাকা বাতাস থেকে ক্ষতিকর উপাদান নষ্ট করে এই গাছ।

স্নেক প্ল্যান্ট

স্নেক প্ল্যান্ট: রাত্রিবেলা মোক্ষম ভূমিকা নেয় স্নেক প্ল্যান্ট। বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন ছাড়ে এই গাছ। বলা হয়, বেডরুমের জন্য আদর্শ স্নেক প্ল্যান্ট। ভাল ঘুমের ক্ষেত্রে সাহায্য করে। আবার সহজে মরেও না এই গাছ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

হাজীপুর কলেজে জীবন্ত গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট, সভাপতি বলেছেন ব্যবস্থা নেয়া হবে

এসি নয়, ঘরে লাগাবেন যে গাছগুলো

আপডেট টাইম ১২:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯

ডেস্ক: যথেচ্ছ পরিমাণে গাছ কাটার ফলে পরিবেশ দূষণের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে পৌঁছেছে। অক্সিজেন ও কার্বনডাই অক্সাইডের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে শ্বাস নেওয়ার জন্য একটু বিশুদ্ধ বাতাসের জন্য হাপিত্যেশ করছেন বিশ্ববাসী। এই পরিস্থিতিতে নাসা জানিয়েছে, আমাদের পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে, যা ঘরের মধ্যেই রাখতে পারবেন এবং অফুরান অক্সিজেন সরবরাহ করবে।

 

স্পাইডার প্ল্যান্ট

স্পাইডার প্ল্যান্ট: এই গাছের বাঁচার জন্য প্রাকৃতিক আলোর প্রয়োজন ঠিকই, কিন্তু সরাসরি সূর্যের আলো ক্ষতি করতে পারে স্পাইডার প্ল্যান্টের। এই গাছের জন্য রান্নাঘরই উপযুক্ত। কারণ, রান্নার কারণে ঘরের মধ্যে যে পরিমাণ কার্বন মনোক্সাইড থাকে, তা শুষে নিতে পারে এই গাছ। প্রায় ২০০ বর্গমিটার জায়গা বিশুদ্ধ রাখতে পারে।

ফিকাস

ফিকাস: সাধারণত কোনও গাছের বৃদ্ধির জন্য যতটা আলো ও তাপমাত্রা প্রয়োজন, এই গাছের ক্ষেত্রে সেগুলির প্রয়োজনীয়তা অনেকাংশেই কম। ফলে ঘরের মধ্যে দিব্যি বাঁচে এই গাছ। বাতাসের টক্সিন শুষে নিতে পারে ফিকাস। ফলে ঘরের মধ্যে বিশুদ্ধ বাতাস সরবরাহ করে এই গাছ।

অ্যালোভেরা

অ্যালোভেরা: খুব সহজেই বৃদ্ধি পায় এই গাছ। বায়ু দূষণ রোধে অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ অদ্বিতীয়। বাতাস থেকে ক্ষতিকর পদার্থ শোষণ করার পাশাপাশি অক্সিজেন সরবরাহ করতেও এর জুড়ি মেলা ভার।

পিস লিলি

পিস লিলি: ঘরের যে কোনও জায়গায় বসানো যায় এই গাছ। বাঁচার জন্য জল, বাতাসেরও বেশি প্রয়োজন পড়ে না। ফলে সহজেই বেঁচে থাকে পিস লিলি। ঘরের মধ্যে থাকা বাতাস থেকে ক্ষতিকর উপাদান নষ্ট করে এই গাছ।

স্নেক প্ল্যান্ট

স্নেক প্ল্যান্ট: রাত্রিবেলা মোক্ষম ভূমিকা নেয় স্নেক প্ল্যান্ট। বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন ছাড়ে এই গাছ। বলা হয়, বেডরুমের জন্য আদর্শ স্নেক প্ল্যান্ট। ভাল ঘুমের ক্ষেত্রে সাহায্য করে। আবার সহজে মরেও না এই গাছ।