নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে এক গহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাইফুল ও বাবু নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি এলজি ও এক রাউন্ড গুলি।
শুক্রবার সকালে পুলিশ দোয়ালিয়া গ্রামের একটি বাড়ি ঘেরাও করে তাদের গ্রেপ্তার করে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে গৃহবধূর ঘরে ঢুকে তিনজন তাকে ধর্ষণ করে। ধর্ষণে অভিযুক্ত আরেক ব্যক্তি হারুনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নির্যাতিতার পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত তিন আসামির সঙ্গে পুকুরে মাছ চাষ করাকে কেন্দ্র করে ভিকটিমের স্বামীদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় আসামিরা তাদের হুমকি দিয়ে আসছে। এর জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভিকটিমের ঘরে ঢুকে ওই গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। বাড়ির লোকজন টের পেয়ে এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।
ধর্ষিতার পরিবার আরও অভিযোগ করেন, ধর্ষণ শেষে আসামিরা তাদের ঘর থাকা ৪০ হাজার টাকার একটি স্বর্ণের চেইন নিয়ে যায় এবং তাদের ঘরে ব্যাপক ভাঙচুর চালায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা বলেন, ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও ৬০/৭০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।