স্টাফ রিপোর্টার ::
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচে) আইসিউতে ভর্তি হয়েছেন। গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসকরা এরশাদকে আইসিইউতে নেয়ার পরামর্শ দেন। আজ বুধবার সকালে তাকে হাসপাতালে নেয়া হয়। জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, স্যার গতকাল জ্বরের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নেয়া হয়। ডাক্তাররা তাকে আইসিইউতে নেয়ার পরামর্শ দেন। তার আর কোনো সমস্যা আছে কিনা এই মুহূর্তে বলতে পারছি না।