আজম রেহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি:: জেলার রানীশংকৈল থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ যাবার পথে পীরগঞ্জের বেগুনগাঁওয়ে কুকুরের সাথে দ্রুতগ্রামী পাগলুর ধাক্কায় ২ জন নিহত ও পাগলু ড্রাইভার সহ আরো ৫ যাত্রী আহত হয়েছে।
৭ মার্চ কাজের উদ্দেশ্যে জেলার রানীশংকৈল বাসা থেকে দিন মজুর কুদ্দুস আলী সহ তার পরিবার পাগলুতে করে দেবীগঞ্জ যাবার পথে পীরগঞ্জ উপজেলার বেগুনগাঁও(বাহিপাড়া) নামক স্থানে পাগলুর সাথে কুকুরের ধাক্কায় পাগলুটি উল্টে রাস্তার পাশের খালে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ফজিলা বেগম (৬০),স্বামী কুদ্দুস আলী নিহত হন। এছাড়া দিনাজপুর মেডিকেলে নেয়ার পথে শিশু কবিতা(৬),পিতা আকতারুল মারা যায় । পাগলুর ড্রাইভার ও অন্যান্য যাত্রীদের মধ্যে আকতারুল, কহিনুর, কুদ্দুস, বকুল, শাহানা গুরুত্বর ভাবে আহত অবস্থায় পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনায় হতাহতদের আদি বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার ৫নং ইউপির নোয়াপাড়া গ্রামে।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কুকুরের সাথে পাগলুর ধাক্কায় হতাহত ৭
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০২:২৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
- ৫৩১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ