ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি ঠাকুরগাওয়ে ৩ দফা দাবীতে চাকুরীচ্যুৎ ও জেলবন্দি বিডিআর পরিবারের মানববন্ধন ৪৩তম বিসিএস: সহকারী কমিশনার হলেন ২৬৭ কর্মকর্তা টিসিবির ট্রাক সেল ফের চালুর দাবি জাতীয় নাগরিক কমিটির বিআরটিএ বন্ধের চিন্তা করা হবে: সড়ক উপদেষ্টা ‘শুল্ক ও করহার বাড়ানো অর্থনীতির জন্য আত্মঘাতী’ ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো: প্রেস সচিব জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা রুখতে ঐক্য জরুরি: ফখরুল খালেদার চিকিৎসায় সুবিধা দেওয়ায় কাতার ও যুক্তরাজ্যকে ধন্যবাদ দিল বিএনপি চলচ্চিত্র তারকা প্রবীর মিত্রের শেষ বিদায়, ইসলামী রীতিতে দাফন

আপদকালীন পরিস্থিতি জারি থাকবে বিশ্বজুড়ে

আন্তর্জাতিক ডেস্ক:: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রাদুর্ভাব এখনও কমেনি। তাই গোটা বিশ্বে জারি থাকবে আপদকালীন পরিস্থিতি। শুক্রবার (১ মে) এ ঘোষণা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস।

তিনি জানিয়েছেন, জরুরি পরিস্থিতি সংক্রান্ত কমিটির সুপারিশ মেনেই আপদকালীন পরিস্থিতি জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্যে আপদকালীন পরিস্থিতি জারি করে ডব্লিউএইচও। তখনও চীনের বাইরে সংক্রমণ সেভাবে ছড়ায়নি। সে সময় চীনের বাইরে করোনার পরীক্ষা করা হয়েছিল ১০ হাজার মানুষের। সংক্রমিত হন মাত্র ৯৮ জন। কিন্তু ডব্লিউএইচও-এর সেই ঘোষণার পরও টনক নড়েনি বিশ্বের বহু দেশের।

ফলস্বরূপ আপদকালীন পরিস্থিতি ঘোষণার ৩ মাস পর বিশ্বজুড়ে করোনা সংক্রমণের সংখ্যাটা ৩২ লক্ষ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে আপদকালীন পরিস্থিতির মেয়াদ বাড়ানো ছাড়া আর কোনও উপায় ছিল না।

ডব্লিউএইচও এর ডিরেক্টর জেনারেল বলেন, করোনাভাইরাস এখনও বিশ্ব স্বাস্থ্যে জরুরি অবস্থা। এই ভাইরাস এমন বিপদ ডেকে এনেছে যে বিশ্বের সেরা স্বাস্থ্য ব্যবস্থাও সামাল দিতে পারছে না। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস নতুন উদ্বেগের কথা জানান। তিনি বলেন, করোনাভাইরাস আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বহু দেশে ছড়িয়ে পড়ছে। এই এলাকার বহু দেশে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এশিয়া এবং ইউরোপের বহু দেশে সংক্রমণের গতি কমলেও আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার এই প্রবণতা উদ্বেগের।

তিনি আরও একবার দাবি করেন, এই ভাইরাস মোকাবিলার জন্য যথাসময়ে বিশ্বনেতাদের সতর্ক করেছিলেন তারা। আগেই তিনি জানিয়েছিলেন, বিশ্বের অধিকাংশ দেশ তাদের দেওয়া প্রাথমিক সতর্কবার্তা উপেক্ষা করেছে। আর সে কারণেই এই দেশগুলিকে এখন ভুগতে হচ্ছে। যে দেশগুলি এই সতর্কবার্তা মেনে চলেছে, তারা অনেক ভালো জায়গায় আছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি

আপদকালীন পরিস্থিতি জারি থাকবে বিশ্বজুড়ে

আপডেট টাইম ১২:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০

আন্তর্জাতিক ডেস্ক:: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রাদুর্ভাব এখনও কমেনি। তাই গোটা বিশ্বে জারি থাকবে আপদকালীন পরিস্থিতি। শুক্রবার (১ মে) এ ঘোষণা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস।

তিনি জানিয়েছেন, জরুরি পরিস্থিতি সংক্রান্ত কমিটির সুপারিশ মেনেই আপদকালীন পরিস্থিতি জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্যে আপদকালীন পরিস্থিতি জারি করে ডব্লিউএইচও। তখনও চীনের বাইরে সংক্রমণ সেভাবে ছড়ায়নি। সে সময় চীনের বাইরে করোনার পরীক্ষা করা হয়েছিল ১০ হাজার মানুষের। সংক্রমিত হন মাত্র ৯৮ জন। কিন্তু ডব্লিউএইচও-এর সেই ঘোষণার পরও টনক নড়েনি বিশ্বের বহু দেশের।

ফলস্বরূপ আপদকালীন পরিস্থিতি ঘোষণার ৩ মাস পর বিশ্বজুড়ে করোনা সংক্রমণের সংখ্যাটা ৩২ লক্ষ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে আপদকালীন পরিস্থিতির মেয়াদ বাড়ানো ছাড়া আর কোনও উপায় ছিল না।

ডব্লিউএইচও এর ডিরেক্টর জেনারেল বলেন, করোনাভাইরাস এখনও বিশ্ব স্বাস্থ্যে জরুরি অবস্থা। এই ভাইরাস এমন বিপদ ডেকে এনেছে যে বিশ্বের সেরা স্বাস্থ্য ব্যবস্থাও সামাল দিতে পারছে না। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস নতুন উদ্বেগের কথা জানান। তিনি বলেন, করোনাভাইরাস আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বহু দেশে ছড়িয়ে পড়ছে। এই এলাকার বহু দেশে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এশিয়া এবং ইউরোপের বহু দেশে সংক্রমণের গতি কমলেও আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার এই প্রবণতা উদ্বেগের।

তিনি আরও একবার দাবি করেন, এই ভাইরাস মোকাবিলার জন্য যথাসময়ে বিশ্বনেতাদের সতর্ক করেছিলেন তারা। আগেই তিনি জানিয়েছিলেন, বিশ্বের অধিকাংশ দেশ তাদের দেওয়া প্রাথমিক সতর্কবার্তা উপেক্ষা করেছে। আর সে কারণেই এই দেশগুলিকে এখন ভুগতে হচ্ছে। যে দেশগুলি এই সতর্কবার্তা মেনে চলেছে, তারা অনেক ভালো জায়গায় আছে।