ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ সাগর-রুনি হত্যা মামলা র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে সংস্কারের পরেই নির্বাচন: ড. ইউনূস বশিরউদ্দীন ও ফারুকীকে কার বুদ্ধিতে নিলেন, প্রশ্ন মান্নার ভূমি সেবায় দুর্নীতি-অনিয়মে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা ভোট কারচুপির তদন্ত সাবেক ডিসি-এসপি-ইউএনওদের ঘুম হারাম আসিফ নজরুলকে হেনস্তা,দূতাবাসের কাউন্সেলরকে দেশে ফেরত, চাকরি হারাচ্ছেন স্টাফ

আসামীদের ১৬৪ ধারায় জবানবন্দীঃ চেক জালয়াতির মাধ্যমে ৩৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার রহস্য উদঘাটনরে দাবী

ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঢাকা শান্তিনগর শাখা আইএফআইসি ব্যাংকের বিভিন্ন গ্রাহকের প্রায় ৩৩ লক্ষ টাকা লোপাটের সঙ্গে জড়িত ওই ব্যাংকের একাধকি র্কমর্কতা সহ একটি প্রতারক চক্র। ওই ব্যাংকের একজন গ্রাহকের হিসাব নাম্বার থেকে কৌশলে চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৩৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত প্রতারক চক্রের একজনের জবানবন্দিতে বেলিযে এসছেে এমন তথ্য।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর উপজলোর কুজিশহর গ্রামের প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী ইতি আকতার রুহিয়া শাখা জনতা ব্যাংকের একজন গ্রাহক। ফেসবুকে পরচিয়রে সূত্র ধরে ঢাকা থকেে একজন ব্যক্তি ইতি আকতারকে কনষ্ট্রাকশন কাজের ব্যয় নির্বাহ করার অজুহাতে ঢাকা শান্তনিগর শাখা আইএফআইসি ব্যাংকের একটি জাল চেক দিয়ে তার একাউন্ট হতে ওই টাকা তুলে দেয়ার অনুরোধ জানায়। ওই নারী গ্রাহক কোন কিছু না বুঝে চেকটি তার নিজের একাউন্টে জমা করে কালকেশনরে মাধ্যমে গত বছরের ২১ নভম্বের ৪ লক্ষ টাকা ব্যাংক থকেে উত্তোলন করে আসামী রাসেল মিজি (৩০)র হাতে তুলে দয়ে। পরর্বতীতে আরো ২টি চকেরে মাধ্যমে মোট ৩২ লক্ষ ৭৭ হাজার টাকা উত্তোলন করে সমুদয় টাকা হাতিয়ে নেয়। নেয়। বিনিময়ে ওই নারীকে বখশিশ হিসেবে মাত্র ১৫ হাজার টাকা দেয়। অন্যদকিে প্রতারক সিন্ডিকেটের সদস্য চাঁদপুর জেলার সিলংদিয়া গ্রামের আব্দুর রশিদ মিজির ছেলে রাসেল মিজিকে প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে তাঁকে ২২ আগস্ট গ্রেপ্তার করা হয়। রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায় জানান, দেরিতে হলেও রুহিয়া শাখা জনতা ব্যাংক হতে চেক জালিয়াতির মাধ্যমে ৩২ লক্ষ ৭৭ হাজার টাকা উত্তোলন ও আত্বসাত মামলার রহস্য বের করা সম্ভব হয়েছে।

 

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

আসামীদের ১৬৪ ধারায় জবানবন্দীঃ চেক জালয়াতির মাধ্যমে ৩৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার রহস্য উদঘাটনরে দাবী

আপডেট টাইম ০৯:০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০

ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঢাকা শান্তিনগর শাখা আইএফআইসি ব্যাংকের বিভিন্ন গ্রাহকের প্রায় ৩৩ লক্ষ টাকা লোপাটের সঙ্গে জড়িত ওই ব্যাংকের একাধকি র্কমর্কতা সহ একটি প্রতারক চক্র। ওই ব্যাংকের একজন গ্রাহকের হিসাব নাম্বার থেকে কৌশলে চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৩৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত প্রতারক চক্রের একজনের জবানবন্দিতে বেলিযে এসছেে এমন তথ্য।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর উপজলোর কুজিশহর গ্রামের প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী ইতি আকতার রুহিয়া শাখা জনতা ব্যাংকের একজন গ্রাহক। ফেসবুকে পরচিয়রে সূত্র ধরে ঢাকা থকেে একজন ব্যক্তি ইতি আকতারকে কনষ্ট্রাকশন কাজের ব্যয় নির্বাহ করার অজুহাতে ঢাকা শান্তনিগর শাখা আইএফআইসি ব্যাংকের একটি জাল চেক দিয়ে তার একাউন্ট হতে ওই টাকা তুলে দেয়ার অনুরোধ জানায়। ওই নারী গ্রাহক কোন কিছু না বুঝে চেকটি তার নিজের একাউন্টে জমা করে কালকেশনরে মাধ্যমে গত বছরের ২১ নভম্বের ৪ লক্ষ টাকা ব্যাংক থকেে উত্তোলন করে আসামী রাসেল মিজি (৩০)র হাতে তুলে দয়ে। পরর্বতীতে আরো ২টি চকেরে মাধ্যমে মোট ৩২ লক্ষ ৭৭ হাজার টাকা উত্তোলন করে সমুদয় টাকা হাতিয়ে নেয়। নেয়। বিনিময়ে ওই নারীকে বখশিশ হিসেবে মাত্র ১৫ হাজার টাকা দেয়। অন্যদকিে প্রতারক সিন্ডিকেটের সদস্য চাঁদপুর জেলার সিলংদিয়া গ্রামের আব্দুর রশিদ মিজির ছেলে রাসেল মিজিকে প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে তাঁকে ২২ আগস্ট গ্রেপ্তার করা হয়। রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায় জানান, দেরিতে হলেও রুহিয়া শাখা জনতা ব্যাংক হতে চেক জালিয়াতির মাধ্যমে ৩২ লক্ষ ৭৭ হাজার টাকা উত্তোলন ও আত্বসাত মামলার রহস্য বের করা সম্ভব হয়েছে।