জামালপুর প্রতিনিধিঃজামালপুর সদর উপজেলায় দুর্বৃত্তের ছোড়া এসিডে মারাত্মকভাবে ঝলসে গেল কৃষক মামুনুর রশীদ বাবলু ও তার স্ত্রী আমেনা বেগমের শরীর। গত রোববার ভোর রাতে উপজেলার দিগপাইত ইউনিয়নে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই দম্পতিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করা হযেছে।
পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর হাটুভাঙ্গা গ্রামের কৃষক মামুনুর রশীদ বাবলুর (৫৫) এবং তার স্ত্রী আমেনা বেগম (৪৫) রাতে তাদের গরুর খামারের গরু পাহারা দিতেন। প্রতিদিনের ন্যায় খামারে চৌকিতে বিছানা পেতে স্বামী-স্ত্রী মশারি টানিয়ে ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা তাদের উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসিডে বাবলুর ডান চোখ ও মুখমন্ডসহ শরীরের বিভিন্ন স্থানে এবং তার স্ত্রী আমেনা বেগমের ডানের হাত থেকে পা পর্যন্ত ঝলসে যায়। তাদের চিকিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে জামালপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যান।
এব্যাপারে জামালপুর সদর নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল লতিফ মিয়া বলেন,সৎ ভাইদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এসিড নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে। এখনও অভিযোগ পাওয়া যায়নি।
সংবাদ শিরোনাম
জামালপুরে দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেল স্বামী-স্ত্রী
-
সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৪:০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- ৩৩ বার
Tag :