ঠাকুরগাঁও প্রতিনিধি:: “প্রধানমন্ত্রীর ১ ইঞ্চি কৃষিজমিও খালি পড়ে থাকবেনা” ঘোষণার বাস্তবায়নে কোভিড দুর্যোগ কাটাতে শীতকালীন সবজি ও ফল চাষের আধুনিক কলা-কৌশল শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা জোরদারকরণ এবং চর এলাকায় উদ্যান ও মাঠ ফসলের প্রযুক্তি বিস্তার প্রকল্প (উদ্যানতত্ত্ব অংশ) এর অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ঠাকুরগাঁঁও এর আয়োজনে এ প্রশিক্ষণে ৪০ জন কৃষাণ-কৃষাণী অংশ নেন। ঠাকুরগাঁও কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম খোরশেদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় আলুর প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মহি উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ আফতাব আহমেদ। প্রশিক্ষণে আসন্ন শীত মৌসুমে আধুনিক জাতসমুহের মাধ্যমে সবজি ও ফল চাষের ব্যাপারে কৃষকদের কাছে বিস্তারিত বিষয় তুলে ধরে আলোচনা করেন প্রশিক্ষকরা।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁঁও এ সবজি ও ফল চাষের কলা-কৌশল শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৬:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- ৯৭ বার
Tag :