ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে আলু মজুদ করে রাখা, ক্রয়-বিক্রয়ের রশিদ ছাড়া আলু বিক্রি ও নির্ধারিত মূল্যের চেয়া বেশি টাকায় আলু বিক্রয় করার অপরাধে এ জরিমানা করা হয়।
এ সময় কৃষি বিপণন আইন অনুযায়ী শিবগঞ্জের বুড়িগঞ্জে নিউ জনতা কোল্ড স্টোরেজকে ৫০ হাজার, জামুরহাটের মাল্টিপারপাস কোল্ড স্টোরেজকে ১০ হাজার অর্থদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
অপরদিকে, একই অপরাধে মাহমুদিয়া কোল্ড স্টোরেজকে ১০ হাজার টাকা ও দুইজন পাইকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা ও পাপিয়া সুলতানা এ প্রতিবেদককে বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে অধিক দামে আলু বিক্রির অপরাধে তিন হিমাগার ও দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।