দুলাল হক, রুহিয়া প্রতিনিধি: “মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের আয়োজনে রুহিয়ায় কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালন করা হয়েছে। ৩১ অক্টোবর (শনিবার) সকালে এ উপলক্ষ্যে র্যালি, পায়রা উড়ানো, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় এর সভাপতিত্বে থানা চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্রনাথ ঝাঁ,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,
১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২নং আখানগর ইউপি চেয়ারম্যান নুরুল হক, রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন, ২নং আখানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রোমান বাদশা প্রমুখ।
আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ রুহিয়া থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, রুহিয়া থানা পুলিশের সকল পদবীর সদস্যগন, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, এলাকার গন্যমান্য ব্যাক্তি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রুহিয়া থানার এসআই আবু বক্কর সিদ্দিক।