স্টাফ রিপোর্টার:: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে। একটি নৌপরিবহন মন্ত্রণালয় এবং অপরটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নৌপরিবহন মন্ত্রণালয়ের ৭ সদস্যের এবং বিআইডব্লিউটিএ ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
নৌ-মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান, এম ভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল আমেদকে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রনালয়। মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান কমিটির সদস সচিব হিসেবে কাজ করবেন। কমিটির অন সদস হলেন- বিআইডব্লিউটিএ’র ১ জন, নৌ-পরিবহন অধিদপ্তরের ১ জন, নৌপুলিশ, জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধে?্য মন্ত্রণালয়ে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
অপরদিকে, বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মিজানুর রহমান জানান, বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
এদিকে, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ঝালকাঠীতে দুর্ঘটনা কবলিত লঞ্চ পরিদর্শন করেছেন। পরে বরিশালে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে লঞ্চে আগুনে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
সংবাদ শিরোনাম
দুই তদন্ত কমিটি, নিহতের পরিবার পাবে দেড় লাখ টাকা
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১১:৩৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- ১০৮ বার
এ সময় তিনি দুর্ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে এক লাখ ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার ব?্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন। এ সময় অন?্যদের মধে?্য বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম?্যান কমোডর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ