আজম রেহমান:: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বাল্য বিবাহ নিরোধ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিযামে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন, থানার তদন্ত ইন্সপেক্টর বিদ্যূৎ কুমার চৌধুরী, স্বাস্থ্য বিভাগীয় জুনিয়র কনসালটেন্ট শিদরাতুল মোনতাহা, ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, কোর্স সমন্বয়ক মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জিন্নাতারা ইয়াছমিন, জনকন্ঠ প্রতিনিধি মোশাররফ হোসেন, সাংবাদিক যথাক্রমে মো. গোলাম রব্বানী(নওরোজ), নুরুন্নবী রানা(আজকের পত্রিকা), সাইদুর রহমান মানিক(গনমুক্তি), ইয়াসমিন আকতার(বিজনেস বাংলাদেশ), ফারুক হোসেন(আলোকিত সকাল) প্রমুখ।
ইউজিডিপি, এলজিইডি ও জাইকার সহযোগীতায় উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন কমিটি এই কর্মশালা বাস্তবায়ন করে। কর্মশালায় মোট ৫ টি ব্যাচে ১৮৫ জন এই প্রশিক্ষন গ্রহন করেন।