ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি ঠাকুরগাওয়ে ৩ দফা দাবীতে চাকুরীচ্যুৎ ও জেলবন্দি বিডিআর পরিবারের মানববন্ধন ৪৩তম বিসিএস: সহকারী কমিশনার হলেন ২৬৭ কর্মকর্তা টিসিবির ট্রাক সেল ফের চালুর দাবি জাতীয় নাগরিক কমিটির বিআরটিএ বন্ধের চিন্তা করা হবে: সড়ক উপদেষ্টা ‘শুল্ক ও করহার বাড়ানো অর্থনীতির জন্য আত্মঘাতী’ ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো: প্রেস সচিব জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা রুখতে ঐক্য জরুরি: ফখরুল খালেদার চিকিৎসায় সুবিধা দেওয়ায় কাতার ও যুক্তরাজ্যকে ধন্যবাদ দিল বিএনপি চলচ্চিত্র তারকা প্রবীর মিত্রের শেষ বিদায়, ইসলামী রীতিতে দাফন

নারী সহকর্মীকে উত্ত্যক্ত করায় চররাজিবপুরের ইউএনওকে তিরস্কার

স্টাফ রিপোর্টার:: নারী সহকর্মীকে উত্ত্যক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শাস্তি পাওয়া ইউএনও অমিত চক্রবর্তী বর্তমানে কুড়িগ্রাম জেলার চররাজিবপুরে ইউএনও’র দায়িত্বে আছেন। নীলফামারীর কিশোরগঞ্জে ইউএনও থাকার সময় তিনি সহকারী কমিশনার সানজিদা রহমানকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ আসে। বিভাগীয় মামলার পর তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় সম্প্রতি এই কর্মকর্তাকে লঘুদণ্ড দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, অমিত চক্রবর্তী ২০২১ সালের ২৫শে জুলাই থেকে ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ইউএনও থাকাকালে তার অধীন কর্মরত সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমানের সঙ্গে অশোভন আচরণ করেন। অভিযোগ ওঠে, তিনি ওই নারী কর্মকর্তার সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে অশোভন কথোপকথন, তার স্বামী যেন বদলি হয়ে নীলফামারী জেলায় না আসেন সে বিষয়ে চাপ প্রয়োগসহ তার বাচ্চা যেন রংপুরে থাকে এবং তিনি কর্ম এলাকায় (স্টেশনে) থেকে যেন চাকরি করেন- এসব বিষয়েও চাপ প্রয়োগ করেন। এ ছাড়া অভিযোগ ওঠে তিনি ওই নারী সহকর্মীর অনিচ্ছা সত্ত্বেও তাকে বডি স্প্রে কিনে দেয়া, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন কথাবার্তা বলা, ফোন দিয়ে ভারসাম্যহীন ও অসঙ্গতিপূর্ণ কথা বলা, রাত ৮টা থেকে ৯টার সময় অফিসে কোনো কাজ না থাকলেও অফিসে বসিয়ে রাখা, মাস্ক পরে তার সামনে বসতে নিষেধ করা, বন্ধের দিনে ফোন ওয়েটিংয়ে থাকা নিয়ে চাপ প্রয়োগ করার মতো শিষ্টাচারবহির্ভূত আচরণ করেন। একজন নারী সহকর্মীর সঙ্গে খুবই অশোভন আচরণ করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কৈফিয়ত তলব করা হয়। একইসঙ্গে তিনি ব্যক্তিগত শুনানি চান কিনা, তাও জানতে চাওয়া হয়। পরে এ বিষয়ে তদন্তও করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তদন্ত কর্মকর্তা দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেছেন, অভিযোগগুলোর মধ্যে ফেসবুক মেসেঞ্জারে অশোভনীয় কথোপকথন বা চ্যাটিং করা এবং ওই নারী কর্মকর্তার অনিচ্ছা সত্ত্বেও নারী সহকর্মীকে বডি স্প্রে কিনে দেয়ার মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ সংঘটনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণের পর্যায়ভুক্ত’ শাস্তিযোগ্য অপরাধ। এজন্য অভিযোগের মাত্রা ও প্রাসঙ্গিক সব বিষয় বিবেচনায় অমিত চক্রবর্তীকে ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দেয়া হলো।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি

নারী সহকর্মীকে উত্ত্যক্ত করায় চররাজিবপুরের ইউএনওকে তিরস্কার

আপডেট টাইম ০২:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
স্টাফ রিপোর্টার:: নারী সহকর্মীকে উত্ত্যক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শাস্তি পাওয়া ইউএনও অমিত চক্রবর্তী বর্তমানে কুড়িগ্রাম জেলার চররাজিবপুরে ইউএনও’র দায়িত্বে আছেন। নীলফামারীর কিশোরগঞ্জে ইউএনও থাকার সময় তিনি সহকারী কমিশনার সানজিদা রহমানকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ আসে। বিভাগীয় মামলার পর তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় সম্প্রতি এই কর্মকর্তাকে লঘুদণ্ড দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, অমিত চক্রবর্তী ২০২১ সালের ২৫শে জুলাই থেকে ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ইউএনও থাকাকালে তার অধীন কর্মরত সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমানের সঙ্গে অশোভন আচরণ করেন। অভিযোগ ওঠে, তিনি ওই নারী কর্মকর্তার সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে অশোভন কথোপকথন, তার স্বামী যেন বদলি হয়ে নীলফামারী জেলায় না আসেন সে বিষয়ে চাপ প্রয়োগসহ তার বাচ্চা যেন রংপুরে থাকে এবং তিনি কর্ম এলাকায় (স্টেশনে) থেকে যেন চাকরি করেন- এসব বিষয়েও চাপ প্রয়োগ করেন। এ ছাড়া অভিযোগ ওঠে তিনি ওই নারী সহকর্মীর অনিচ্ছা সত্ত্বেও তাকে বডি স্প্রে কিনে দেয়া, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন কথাবার্তা বলা, ফোন দিয়ে ভারসাম্যহীন ও অসঙ্গতিপূর্ণ কথা বলা, রাত ৮টা থেকে ৯টার সময় অফিসে কোনো কাজ না থাকলেও অফিসে বসিয়ে রাখা, মাস্ক পরে তার সামনে বসতে নিষেধ করা, বন্ধের দিনে ফোন ওয়েটিংয়ে থাকা নিয়ে চাপ প্রয়োগ করার মতো শিষ্টাচারবহির্ভূত আচরণ করেন। একজন নারী সহকর্মীর সঙ্গে খুবই অশোভন আচরণ করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কৈফিয়ত তলব করা হয়। একইসঙ্গে তিনি ব্যক্তিগত শুনানি চান কিনা, তাও জানতে চাওয়া হয়। পরে এ বিষয়ে তদন্তও করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তদন্ত কর্মকর্তা দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেছেন, অভিযোগগুলোর মধ্যে ফেসবুক মেসেঞ্জারে অশোভনীয় কথোপকথন বা চ্যাটিং করা এবং ওই নারী কর্মকর্তার অনিচ্ছা সত্ত্বেও নারী সহকর্মীকে বডি স্প্রে কিনে দেয়ার মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ সংঘটনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণের পর্যায়ভুক্ত’ শাস্তিযোগ্য অপরাধ। এজন্য অভিযোগের মাত্রা ও প্রাসঙ্গিক সব বিষয় বিবেচনায় অমিত চক্রবর্তীকে ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দেয়া হলো।