ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কান্তিভিটা সীমান্তে স্কুলছাত্রের লাশ ফেরত দিয়েছে বিএসএফ ঠাকুরগাঁওয়ে সাবেক দুই এমপিসহ ৪৮ জনের বিরুদ্ধে শিল্পপতির চাঁদাবাজী মামলা ‘সেভ পীরগঞ্জ’ গ্রুপের সামাজিক কার্যক্রম অব্যাহত সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতে যাওয়ার সময় দানাজপুর সীমান্তে ৩ টি মোটর সাইকেল সহ ৪ যুবক আটক ঠাকুরগাঁওয়ে মাষ্টারপাড়া জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন মানবজমিনের রেজাউল পীরগঞ্জে শতবর্ষী পাইলট উচ্চ বিদ্যালয়ে দুর্নিতীর হোতাদের বিচারের দাবীতে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ মুসলিমদের উপর যে তান্ডব চলেছে, হিন্দুদের উপর তার ছিটেফোটাও হয়নি- হিন্দু বৌদ্ধ কৃষ্টান কল্রান ফান্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো ঢাকা মেডিকেলে অন্তর্বর্তী সরকারের সময় ‘বেঁধে দিলেন’ কাদের সিদ্দিকী! পদত্যাগ করছেন প্রধান বিচারপতি

দেশে হার্ট অ্যাটাকে মৃত্যু সবচেয়ে বেশি

  • Shohel Tanvir
  • আপডেট টাইম ০১:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • ১৫৪ বার
স্টাফ রিপোর্টার:: দেশের মানুষের মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ’ জরিপের ফলাফলে এই তথ্য উঠে এসেছে। বিবিএস বলছে, জরিপের ফলাফলে মৃত্যুর ১৫টি কারণ তালিকাভুক্ত করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং হৃদযন্ত্র সংক্রান্ত বিভিন্ন রোগের কারণে। যার মধ্যে ২০২১ সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রতি হাজার জনসংখ্যার বিপরীতে মৃত্যু হয়েছে ২২ দশমিক ৬ শতাংশ মানুষের। অন্যদিকে হৃদযন্ত্র সংক্রান্ত বিভিন্ন রোগে মৃত্যু হয়েছে ৫ দশমিক ১ শতাংশ মানুষের।

হৃদরোগে মৃত্যু বাড়ার কারণ হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, দেশে বায়ুদূষণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, তামাক ও তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চা না করার কারণে দেশে হৃদযন্ত্র সংক্রান্ত রোগে মৃত্যুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলের মানুষ বেশি মারা যাচ্ছে। গ্রামাঞ্চলের ২৭ দশমিক ৪ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। বিপরীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শহরাঞ্চলের মানুষ মারা যাচ্ছে ২১ দশমিক ৪ শতাংশ মানুষ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই রোগে সবচেয়ে বেশি মারা যাচ্ছে বয়স্ক জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর মোট মৃত্যুর ২৩ শতাংশ সংঘটিত হয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে।

বয়স্ক মানুষের ক্ষেত্রেও গ্রামাঞ্চলে মৃত্যু হার বেশি। হৃদরোগে মারা যাচ্ছে শিশুরাও। অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের মোট মৃত্যুর ঘটনার ৫ দশমিক ৮ শতাংশ সংঘটিত হয় হৃদরোগের কারণে। শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে এই রোগের কারণে মৃত্যুহার বেশি। অন্যদিকে এই রোগে মারা যাচ্ছে এক বছরের কম বয়সী শিশুরাও। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে এই বয়সী ২ দশমিক ১ শতাংশ শিশু মারা গেছে।

হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে এবং হৃদযন্ত্র সংক্রান্ত বিভিন্ন রোগে এত মানুষের মৃত্যু হচ্ছে কেন? জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. লেলিন চৌধুরী মানবজমিনকে বলেন, প্রাপ্যতার অভাবে কিংবা খাদ্যজ্ঞানের অভাবে আমাদের দেশের বেশির ভাগ মানুষ সুষম খাবার গ্রহণ করেন না। এতে বাংলাদেশের মানুষের শরীরে ট্রাইগ্লিসারাইড নামের এক ধরনের চর্বির পরিমাণ বেশি। আমাদের খাবারের সুষম বিন্যাসের অভাবে এটি হচ্ছে। এতে ভিকটিমদের ধমনীর ভিতরের নালীটি সরু হয়ে যায় এবং হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন কমে যায়। আর রক্ত সঞ্চালন কমে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক বৃদ্ধি পায়। এর বাইরে অস্বাস্থ্যজনক জীবনযাপন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণে আমাদের দেশে এরূপ রোগের প্রকোপ বাড়ছে বলে জানান তিনি। বলেন, আমাদের দেশের বিপুলসংখ্যক মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে না এবং সময়মতো চিকিৎসা নেয় না। এ ছাড়া মানুষের মধ্যে কয়েকটি অস্বাস্থ্যকর অভ্যাস রয়েছে। সেটা হচ্ছে তামাক এবং তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার করা। এসব কারণে হৃদরোগ ক্রমশই বাড়ছে বলে জানান তিনি।

এদিকে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের তথ্য বলছে, হৃদরোগের মৃত্যুর ২৫ শতাংশের পেছনে আছে বায়ুদূষণ। বিশ্বে বাতাসের দূষণ নিয়ে কাজ করা সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বছরের বেশির ভাগ সময়ই বাংলাদেশের বিভিন্ন শহরগুলো বায়ুদূষণের শীর্ষে অবস্থান করে। ফলে বাংলাদেশের হৃদরোগের প্রকোপ বাড়ছে।

এ বিষয়ে ডা. লেলিন বলেন, আমাদের দেশে বায়ুদূষণ ক্রমশই বাড়ছে। এটি হৃদরোগের প্রকোপ বাড়ার অন্যতম একটি কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী চার ভাগের এক ভাগ মানুষ হৃদরোগে আক্রান্ত হয় দূষিত বায়ুর কারণে। ফলে আমাদের দেশের বায়ু যত বেশি দূষিত হচ্ছে, হৃদযন্ত্র সংক্রান্ত রোগও ততো বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে বায়ুদূষণের পরিমাণ বৃদ্ধি পাওয়া, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা, খাদ্য জ্ঞানের অভাব থাকা, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি গ্রহণ, তামাক গ্রহণ ও তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চা না করার কারণে বাংলাদেশে হৃদযন্ত্র সংক্রান্ত বিভিন্ন রোগের পরিমাণ বাড়ছে।

 

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

কান্তিভিটা সীমান্তে স্কুলছাত্রের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

দেশে হার্ট অ্যাটাকে মৃত্যু সবচেয়ে বেশি

আপডেট টাইম ০১:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
স্টাফ রিপোর্টার:: দেশের মানুষের মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ’ জরিপের ফলাফলে এই তথ্য উঠে এসেছে। বিবিএস বলছে, জরিপের ফলাফলে মৃত্যুর ১৫টি কারণ তালিকাভুক্ত করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং হৃদযন্ত্র সংক্রান্ত বিভিন্ন রোগের কারণে। যার মধ্যে ২০২১ সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রতি হাজার জনসংখ্যার বিপরীতে মৃত্যু হয়েছে ২২ দশমিক ৬ শতাংশ মানুষের। অন্যদিকে হৃদযন্ত্র সংক্রান্ত বিভিন্ন রোগে মৃত্যু হয়েছে ৫ দশমিক ১ শতাংশ মানুষের।

হৃদরোগে মৃত্যু বাড়ার কারণ হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, দেশে বায়ুদূষণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, তামাক ও তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চা না করার কারণে দেশে হৃদযন্ত্র সংক্রান্ত রোগে মৃত্যুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলের মানুষ বেশি মারা যাচ্ছে। গ্রামাঞ্চলের ২৭ দশমিক ৪ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। বিপরীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শহরাঞ্চলের মানুষ মারা যাচ্ছে ২১ দশমিক ৪ শতাংশ মানুষ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই রোগে সবচেয়ে বেশি মারা যাচ্ছে বয়স্ক জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর মোট মৃত্যুর ২৩ শতাংশ সংঘটিত হয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে।

বয়স্ক মানুষের ক্ষেত্রেও গ্রামাঞ্চলে মৃত্যু হার বেশি। হৃদরোগে মারা যাচ্ছে শিশুরাও। অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের মোট মৃত্যুর ঘটনার ৫ দশমিক ৮ শতাংশ সংঘটিত হয় হৃদরোগের কারণে। শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে এই রোগের কারণে মৃত্যুহার বেশি। অন্যদিকে এই রোগে মারা যাচ্ছে এক বছরের কম বয়সী শিশুরাও। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে এই বয়সী ২ দশমিক ১ শতাংশ শিশু মারা গেছে।

হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে এবং হৃদযন্ত্র সংক্রান্ত বিভিন্ন রোগে এত মানুষের মৃত্যু হচ্ছে কেন? জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. লেলিন চৌধুরী মানবজমিনকে বলেন, প্রাপ্যতার অভাবে কিংবা খাদ্যজ্ঞানের অভাবে আমাদের দেশের বেশির ভাগ মানুষ সুষম খাবার গ্রহণ করেন না। এতে বাংলাদেশের মানুষের শরীরে ট্রাইগ্লিসারাইড নামের এক ধরনের চর্বির পরিমাণ বেশি। আমাদের খাবারের সুষম বিন্যাসের অভাবে এটি হচ্ছে। এতে ভিকটিমদের ধমনীর ভিতরের নালীটি সরু হয়ে যায় এবং হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন কমে যায়। আর রক্ত সঞ্চালন কমে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক বৃদ্ধি পায়। এর বাইরে অস্বাস্থ্যজনক জীবনযাপন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণে আমাদের দেশে এরূপ রোগের প্রকোপ বাড়ছে বলে জানান তিনি। বলেন, আমাদের দেশের বিপুলসংখ্যক মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে না এবং সময়মতো চিকিৎসা নেয় না। এ ছাড়া মানুষের মধ্যে কয়েকটি অস্বাস্থ্যকর অভ্যাস রয়েছে। সেটা হচ্ছে তামাক এবং তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার করা। এসব কারণে হৃদরোগ ক্রমশই বাড়ছে বলে জানান তিনি।

এদিকে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের তথ্য বলছে, হৃদরোগের মৃত্যুর ২৫ শতাংশের পেছনে আছে বায়ুদূষণ। বিশ্বে বাতাসের দূষণ নিয়ে কাজ করা সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বছরের বেশির ভাগ সময়ই বাংলাদেশের বিভিন্ন শহরগুলো বায়ুদূষণের শীর্ষে অবস্থান করে। ফলে বাংলাদেশের হৃদরোগের প্রকোপ বাড়ছে।

এ বিষয়ে ডা. লেলিন বলেন, আমাদের দেশে বায়ুদূষণ ক্রমশই বাড়ছে। এটি হৃদরোগের প্রকোপ বাড়ার অন্যতম একটি কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী চার ভাগের এক ভাগ মানুষ হৃদরোগে আক্রান্ত হয় দূষিত বায়ুর কারণে। ফলে আমাদের দেশের বায়ু যত বেশি দূষিত হচ্ছে, হৃদযন্ত্র সংক্রান্ত রোগও ততো বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে বায়ুদূষণের পরিমাণ বৃদ্ধি পাওয়া, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা, খাদ্য জ্ঞানের অভাব থাকা, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি গ্রহণ, তামাক গ্রহণ ও তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চা না করার কারণে বাংলাদেশে হৃদযন্ত্র সংক্রান্ত বিভিন্ন রোগের পরিমাণ বাড়ছে।