তারিক চয়ন:: বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আজ (রবিবার) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশন এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশনের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে লেখা হয়েছে, “বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এবং সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে সাক্ষাত করেছেন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন; বাণিজ্য, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি আমাদের প্রতিশ্রুতি নিয়ে সারগর্ভ আলোচনা হয়েছে।” ওই টুইটের সাথে পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে বৃটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টম বার্জ এক টুইটে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে এমন আলোচনাকে স্বাগত জানিয়েছেন। ওদিকে, কূটনৈতিক সূত্রে জানা গেছে, সাক্ষাতকালে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এই প্রত্যাশা ব্যক্ত করেন যে, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে। এর প্রতিক্রিয়ায় উক্ত বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগের প্রতি একাত্মতা পোষণ করে বাংলাদেশের তরফে জানানো হয়, বিএনপি সহ সকল বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করুক এটি সরকারেরও চাওয়া।
প্রসঙ্গত, বৃটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ বিদেশি অতিথিরা লন্ডনে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশটি সফরে রয়েছেন।