ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে

মোসলিমা খাতুন,সারাদিন ডেস্ক:: কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে শেরপুর ও মেহেরপুর জেলার বেশ কিছু অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে। কালবৈশাখীতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে।

আজ শনিবার ভোরে শেরপুর জেলা সদরের ওপর দিয়ে প্রবল বেগে কালবৈশাখী বয়ে যায় এবং ব্যাপক শিলাবৃষ্টি হয়। ঝড়ে অনেক গাছপালা উপড়ে পড়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার ৪ হাজার ৫০০ হেক্টর জমির বোরো, ২৫০ হেক্টর জমির সবজি ও ২০ হেক্টর জমির ভুট্টা আবাদ আক্রান্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ণয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে কাজ করছেন। প্রকৃত ক্ষতির পরিমাণ দুই-তিন দিন পরে জানা যাবে।

সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামের কৃষক মোহাম্মদ আবুল কাশেম বলেন, শিলাবৃষ্টিতে তাঁর দুই একর বোরো আবাদ আক্রান্ত হয়েছে। জমির অর্ধেক ফসল নষ্ট হয়ে যাবে বলে তিনি আশঙ্কা করছেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, শেরপুরের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, ‘ঝড়ে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ায় বর্তমানে শেরপুর জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ লাইন চালুর জন্য আমাদের কর্মীরা কাজ করছেন।’

মেহেরপুরের গাংনীতে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ও রাতে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, শিলাবৃষ্টিতে গাংনী উপজেলার কাজীপুর, মটমুড়া, মহাম্মদপুর, আকুবপুর, হোগলবাড়িয়া, হাট বামন্দী, বাওট, ছাতিয়ান, বাদিয়াপাড়া মহব্বতপুর, কামারখালী, ভবানীপুর, পীরতলা, বালিয়াঘাটসহ অনেক এলাকায় ক্ষতি হয়েছে।

বামুন্দি এলাকার হারেজ শেখ বলেন, শিলাবৃষ্টির কবলে তার চার বিঘা আমবাগানের আম ঝরে গেছে।

মটমুড়া গ্রামের লিয়াকত মিয়া প্রথম আলোকে বলেন, তাঁর এক বিঘা জমিতে গম ছিল। শিলাবৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। বাড়ির টিন ফুটো হয়ে শিল ঘরের ভেতরে পড়েছে।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কে এম সাহাবদ্দিন বলেন, মাঠপর্যায়ে উপসহকারী কর্মকর্তা ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চলছেন। এবারের শিলাবৃষ্টিতে আমসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পাল বলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাহায্য-সহযোগিতার জন্য বলা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে

আপডেট টাইম ০৮:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮

মোসলিমা খাতুন,সারাদিন ডেস্ক:: কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে শেরপুর ও মেহেরপুর জেলার বেশ কিছু অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে। কালবৈশাখীতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে।

আজ শনিবার ভোরে শেরপুর জেলা সদরের ওপর দিয়ে প্রবল বেগে কালবৈশাখী বয়ে যায় এবং ব্যাপক শিলাবৃষ্টি হয়। ঝড়ে অনেক গাছপালা উপড়ে পড়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার ৪ হাজার ৫০০ হেক্টর জমির বোরো, ২৫০ হেক্টর জমির সবজি ও ২০ হেক্টর জমির ভুট্টা আবাদ আক্রান্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ণয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে কাজ করছেন। প্রকৃত ক্ষতির পরিমাণ দুই-তিন দিন পরে জানা যাবে।

সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামের কৃষক মোহাম্মদ আবুল কাশেম বলেন, শিলাবৃষ্টিতে তাঁর দুই একর বোরো আবাদ আক্রান্ত হয়েছে। জমির অর্ধেক ফসল নষ্ট হয়ে যাবে বলে তিনি আশঙ্কা করছেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, শেরপুরের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, ‘ঝড়ে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ায় বর্তমানে শেরপুর জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ লাইন চালুর জন্য আমাদের কর্মীরা কাজ করছেন।’

মেহেরপুরের গাংনীতে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ও রাতে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, শিলাবৃষ্টিতে গাংনী উপজেলার কাজীপুর, মটমুড়া, মহাম্মদপুর, আকুবপুর, হোগলবাড়িয়া, হাট বামন্দী, বাওট, ছাতিয়ান, বাদিয়াপাড়া মহব্বতপুর, কামারখালী, ভবানীপুর, পীরতলা, বালিয়াঘাটসহ অনেক এলাকায় ক্ষতি হয়েছে।

বামুন্দি এলাকার হারেজ শেখ বলেন, শিলাবৃষ্টির কবলে তার চার বিঘা আমবাগানের আম ঝরে গেছে।

মটমুড়া গ্রামের লিয়াকত মিয়া প্রথম আলোকে বলেন, তাঁর এক বিঘা জমিতে গম ছিল। শিলাবৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। বাড়ির টিন ফুটো হয়ে শিল ঘরের ভেতরে পড়েছে।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কে এম সাহাবদ্দিন বলেন, মাঠপর্যায়ে উপসহকারী কর্মকর্তা ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চলছেন। এবারের শিলাবৃষ্টিতে আমসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পাল বলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাহায্য-সহযোগিতার জন্য বলা হয়েছে।