রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:: উন্নয়নের রুপকার এরশাদ সরকারের ৯ বছরে শাসন আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে যা দৃশ্যমান। ঠাকুরগাওকে জেলা ঘোষনা জেলা সদর থেকে রাণীশংকৈল হরিপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় উন্নিতকরন রাস্তা পাকা করণ জেলার বিভিন্ন বিদ্যালয় কলেজ সরকারীকরণ। রানীশংকৈলের বালিকা উচ্চ বিদ্যালয় নেকমরদ আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ও পীরগঞ্জ বালিকা বিদ্যালয় সরকারি করা হয়েছে। ৯ বছর এরশাদ ক্ষমতা থাকা কালে ৯ বার এ এলাকায় এসেছেন । তিনি আরো বলেন, যে এলাকায় দেশের রাষ্ঠ্রপতি ও প্রধানমন্ত্রীরা বেশি আসবেন সে এলাকার উন্নয়ন ততবেশি হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর পর ঠাকুরগাঁয়ে এসেছেন আমরা কি পেয়েছি তা আপনারা জানেন।
গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় যুব সংহতির ৩৫তম প্রতিষ্ঠা উপলক্ষে আলোচনা সভায় উপজেলা যুব সংহতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ হাফিজ উদ্দীন আহম্মদে এ কথা বলেন। এছাড়াও ঠাকুরগাও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলীর সমালোচনা করে বলেন,এলাকার উন্নয়ন না হলেও ব্যক্তিগত উন্নয়ন হয়েছে ব্যাপক।
এছাড়াও আলোচনা সভার পূর্বে যুব সংহতির উদ্যোগে বিশাল র্যালী শহরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিন করে। র্যালী শেষে অনূষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রিয় যুবসংহতি সভাপতি আলমগীর হোসেন লোটন। প্রধান বক্তার বক্তৃতা করেন কেন্দ্রিয় যুবসংহতির সম্পাদক ফকরুল আহসান শাহাজাদা। এছাড়াও উপজেলা যুবসংহতির সম্পাদক ইসাহাক আলী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাপা সদস্য সচীব রেজাউর রাজি স্বপন চৌধুরী, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জুলফিকার হোসাইন, জয়পুর হাট জেলা সম্পাদক তিতাস মোস্তফা, জেলা যুব সংহতির সভাপতি আবু রায়হান স্থানীয় যুব সংহতি নেতা ফিরোজ, আক্তার সহ প্রমূখ।
সংবাদ শিরোনাম
যে এলাকায় সরকার প্রধানরা যত বেশি আসবে তত বেশি উন্নয়ন হবে_হাফিজ উদ্দীন আহম্মেদ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০২:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
- ৬০৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ